Cameron Green : ২৫.২ কোটি আবার জলে যাবে! কেকেআর যেদিন ক্যামেরন গ্রিনকে নিল, তার পরের দিনই 'ফ্লপ শো', নাইটদের চিন্তা বাড়ল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Cameron Green : ক্যামেরন গ্রিন শেষ হাফ সেঞ্চুরি করেছেন মাস ছয়েক আগে। ফলে তাঁর অফ ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। এত দামি অলরাউন্ডার দলে। ফলে কেকেআর-এর থিঙ্ক ট্যাঙ্ক-ও নিশ্চয়ই তাঁর খেলার দিকে নজর রাখবে!
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই অফ ফর্ম চলছে গ্রিনের। অ্যাসেজ-এর প্রথম দু’টি টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। ওভালের টেস্ট জিতলেই আরও একবার সিরিজ জিতবে অজিরা। কেকেআর ক্যামেরন গ্রিনকে নদলে নেওয়ার পর নজর ছিল তাঁর দিকেই। অ্যাসেজে তিনি ব্যাট করতে নামলেন পাঁচ নম্বরে। খেললেন মাত্র দুটি বল। রান পেলেন না। জোফ্রা আর্চারের বলে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
advertisement
advertisement
advertisement









