ইডেনে দাদার সঙ্গে সাক্ষাৎ কাফুর, ক্রিকেট-ফুটবল নিয়ে জমাটি আড্ডা দুই কিংবদন্তীর

Last Updated:
কলকাতা সফরে এসে ফুটবল পায়ে ময়দান কাঁপিয়েছেন কাফু। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়েক সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী।
1/6
ইডেনে দাদার সঙ্গে সাক্ষাৎ কাফুর, ক্রিকেট-ফুটবল নিয়ে জমাটি আড্ডা দুই কিংবদন্তীর
ইডেনে দাদার সঙ্গে সাক্ষাৎ কাফুর, ক্রিকেট-ফুটবল নিয়ে জমাটি আড্ডা দুই কিংবদন্তীর
advertisement
2/6
ইডেন গার্ডেন্সে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন সৌরভ। সেখানেই গিয়ে সৌরভের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
ইডেন গার্ডেন্সে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন সৌরভ। সেখানেই গিয়ে সৌরভের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।
advertisement
3/6
সোমবার বারাসাতের একটি অনুষ্ঠান শেষ করে সরাসরি ইডেনে উদ্যোক্তাদের সঙ্গে পৌঁছে যান কাফু। সেখানেই বেশ কিছুটা সময় কাটান কিংবদন্তী ফুটবলার।
সোমবার বারাসাতের একটি অনুষ্ঠান শেষ করে সরাসরি ইডেনে উদ্যোক্তাদের সঙ্গে পৌঁছে যান কাফু। সেখানেই বেশ কিছুটা সময় কাটান কিংবদন্তী ফুটবলার।
advertisement
4/6
সৌরভের সঙ্গে ক্রিকেট নিয়েও আলোচনা হয় কাফুর। ক্রিকেটের যাবতীয় খুঁটিনাটি সম্বন্ধে সৌরভের কাছ থেকে জানার ও বোঝার চেষ্টা করেন কাফু।
সৌরভের সঙ্গে ক্রিকেট নিয়েও আলোচনা হয় কাফুর। ক্রিকেটের যাবতীয় খুঁটিনাটি সম্বন্ধে সৌরভের কাছ থেকে জানার ও বোঝার চেষ্টা করেন কাফু।
advertisement
5/6
ফুটবল নিয়েও কথা হয় দুজনের মধ্যে। পেলে না মারাদোনা কে সেরা সৌরভ জানতে চাইলে দু'জনকেই সেরা বলেন কাফু।
ফুটবল নিয়েও কথা হয় দুজনের মধ্যে। পেলে না মারাদোনা কে সেরা সৌরভ জানতে চাইলে দু'জনকেই সেরা বলেন কাফু।
advertisement
6/6
নানা বিষয়ে আলোচনার পর সৌরভকে দাদা লিখে সই করে একটি বই উপহার দেন কাফু। কিংবন্তী কাফুর সঙ্গে সাক্ষাৎ করে খুশি সৌরভও।
নানা বিষয়ে আলোচনার পর সৌরভকে দাদা লিখে সই করে একটি বই উপহার দেন কাফু। কিংবন্তী কাফুর সঙ্গে সাক্ষাৎ করে খুশি সৌরভও।
advertisement
advertisement
advertisement