Boris Becker: ভাগ্যের ফের! বিশ্ববিখ্যাত টেনিস তারকা জেলে ইঁদুরের উত্পাতে অতিষ্ঠ

Last Updated:
Boris Becker: যে জেলে তিনি রয়েছেন, সেখান থেকে উইম্বলডন কোর্টের দূরত্ব মাত্র এক মাইল।
1/6
১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছিলেন তিনি। সেই তাঁর কি না এমন পরিণতি হবে কে জানত! বরিস বেকারের জীবন নিয়ে আস্ত সিনেমা হতে পারে।
১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছিলেন তিনি। সেই তাঁর কি না এমন পরিণতি হবে কে জানত! বরিস বেকারের জীবন নিয়ে আস্ত সিনেমা হতে পারে।
advertisement
2/6
জার্মান টেনিস তারকা বরিস বেকার এখন জেলে। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ।
জার্মান টেনিস তারকা বরিস বেকার এখন জেলে। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ।
advertisement
3/6
বরিস এখন যে জেলে রয়েছেন তা উইম্বলডন কোর্ট থেকে মাত্র এক মাইল দূরে। ভাবুন, ভাগ্য়ের কী নির্মম পরিহাস!
বরিস এখন যে জেলে রয়েছেন তা উইম্বলডন কোর্ট থেকে মাত্র এক মাইল দূরে। ভাবুন, ভাগ্য়ের কী নির্মম পরিহাস!
advertisement
4/6
 ২৯ এপ্রিল থেকে লন্ডনের ওয়ানসওর্থ জেলে রয়েছেন বরিস। ২০১৭ সাল থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। নিজেকে দেউলিয়া ঘোষণা করেও পার পেলেন না বরিস।
২৯ এপ্রিল থেকে লন্ডনের ওয়ানসওর্থ জেলে রয়েছেন বরিস। ২০১৭ সাল থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। নিজেকে দেউলিয়া ঘোষণা করেও পার পেলেন না বরিস।
advertisement
5/6
আড়াই বছরে হাজতে থাকতে হবে বরিসকে। সঙ্গে হাজার পাউন্ড জরিমানা। তবে জেলে ইঁদুরের উত্পাতে অতিষ্ঠ বরিস। বারবার জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না।
আড়াই বছরে হাজতে থাকতে হবে বরিসকে। সঙ্গে হাজার পাউন্ড জরিমানা। তবে জেলে ইঁদুরের উত্পাতে অতিষ্ঠ বরিস। বারবার জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না।
advertisement
6/6
লন্ডনের এই কারাগার দ্বিতীয় শ্রেণীর। বেশি সুযোগ-সুবিধা নেই। এই জেলে বরাবর ইঁদুরের উত্পাত। আর বরিস নাকি ইঁদুরের উত্পাতে রাতে ঘুমোতে পর্যন্ত পারছেন না।
লন্ডনের এই কারাগার দ্বিতীয় শ্রেণীর। বেশি সুযোগ-সুবিধা নেই। এই জেলে বরাবর ইঁদুরের উত্পাত। আর বরিস নাকি ইঁদুরের উত্পাতে রাতে ঘুমোতে পর্যন্ত পারছেন না।
advertisement
advertisement
advertisement