১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন খেতাব জিতেছিলেন তিনি। সেই তাঁর কি না এমন পরিণতি হবে কে জানত! বরিস বেকারের জীবন নিয়ে আস্ত সিনেমা হতে পারে।
2/ 6
জার্মান টেনিস তারকা বরিস বেকার এখন জেলে। উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন মিলিয়ে মোট ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ।
3/ 6
বরিস এখন যে জেলে রয়েছেন তা উইম্বলডন কোর্ট থেকে মাত্র এক মাইল দূরে। ভাবুন, ভাগ্য়ের কী নির্মম পরিহাস!
4/ 6
২৯ এপ্রিল থেকে লন্ডনের ওয়ানসওর্থ জেলে রয়েছেন বরিস। ২০১৭ সাল থেকেই তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। নিজেকে দেউলিয়া ঘোষণা করেও পার পেলেন না বরিস।
5/ 6
আড়াই বছরে হাজতে থাকতে হবে বরিসকে। সঙ্গে হাজার পাউন্ড জরিমানা। তবে জেলে ইঁদুরের উত্পাতে অতিষ্ঠ বরিস। বারবার জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না।
6/ 6
লন্ডনের এই কারাগার দ্বিতীয় শ্রেণীর। বেশি সুযোগ-সুবিধা নেই। এই জেলে বরাবর ইঁদুরের উত্পাত। আর বরিস নাকি ইঁদুরের উত্পাতে রাতে ঘুমোতে পর্যন্ত পারছেন না।