Nora Fatehi : অনেক চেষ্টা করেও রাখঢাক করা গেল না! নোরা ফতেহির ফুটবলার বয়ফ্রেন্ড কে, অবশেষে সবটাই জানাজানি হয়ে গেল

Last Updated:
Nora Fatehi : নোরা কিংবা হাকিমি—দু’জনের কেউই এখনও এই গুঞ্জন নিয়ে কোনও কথা বলেননি। তবে অনলাইনে আলোচনা ক্রমশ বাড়ছেই। নোরার সাম্প্রতিক মরক্কো সফরের পর থেকেই এই জল্পনা শুরু হয়। চলতি আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) চলাকালীন তাঁকে সেখানে একটি ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
1/6
নতুন দিন, নতুন সেলিব্রিটি প্রেমের গুঞ্জন—আর এবার ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে নোরা ফতেহি। বলিউডের নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহিকে ঘিরে ডেটিং জল্পনা তুঙ্গে। কারণ সম্প্রতি মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
নতুন দিন, নতুন সেলিব্রিটি প্রেমের গুঞ্জন—আর এবার ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে নোরা ফতেহি। বলিউডের নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহিকে ঘিরে ডেটিং জল্পনা তুঙ্গে। কারণ সম্প্রতি মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।
advertisement
2/6
নোরা কিংবা হাকিমি—দু’জনের কেউই এখনও এই গুঞ্জন নিয়ে কোনও কথা বলেননি। তবে অনলাইনে আলোচনা ক্রমশ বাড়ছেই।নোরার সাম্প্রতিক মরক্কো সফরের পর থেকেই এই জল্পনা শুরু হয়। চলতি আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) চলাকালীন তাঁকে সেখানে একটি ম্যাচ উপভোগ করতে দেখা যায়। এরপরই নোরা ইনস্টাগ্রামে উদযাপনের স্টোরি শেয়ার করেন, যেখানে তিনি জানান, তিনি যে দলটিকে সমর্থন করছিলেন (মরক্কো) তারা জিতেছে।
নোরা কিংবা হাকিমি—দু’জনের কেউই এখনও এই গুঞ্জন নিয়ে কোনও কথা বলেননি। তবে অনলাইনে আলোচনা ক্রমশ বাড়ছেই। নোরার সাম্প্রতিক মরক্কো সফরের পর থেকেই এই জল্পনা শুরু হয়। চলতি আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) চলাকালীন তাঁকে সেখানে একটি ম্যাচ উপভোগ করতে দেখা যায়। এরপরই নোরা ইনস্টাগ্রামে উদযাপনের স্টোরি শেয়ার করেন, যেখানে তিনি জানান, তিনি যে দলটিকে সমর্থন করছিলেন (মরক্কো) তারা জিতেছে।
advertisement
3/6
অনেকে জল্পনা করতে শুরু করেন যে ম্যাচে নোরার উপস্থিতি পেশাগত নয়, বরং ব্যক্তিগত কারণেও হতে পারে। পরে গুঞ্জন আরও তীব্র হয়, যখন রেডিট ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে আশরাফ হাকিমি ওই ম্যাচ থেকে নোরার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন—যার ফলে দু’জনের মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব ছড়িয়ে পড়ে।
অনেকে জল্পনা করতে শুরু করেন যে ম্যাচে নোরার উপস্থিতি পেশাগত নয়, বরং ব্যক্তিগত কারণেও হতে পারে। পরে গুঞ্জন আরও তীব্র হয়, যখন রেডিট ব্যবহারকারীরা লক্ষ্য করেন যে আশরাফ হাকিমি ওই ম্যাচ থেকে নোরার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন—যার ফলে দু’জনের মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব ছড়িয়ে পড়ে।
advertisement
4/6
আশরাফ হাকিমি কে? ২৭ বছর বয়সী আশরাফ হাকিমি মুউহ বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি লিগ ১ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জার্মাঁ (PSG)-এর হয়ে খেলছেন। মাদ্রিদে মরক্কান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া হাকিমি আন্তর্জাতিক পর্যায়ে মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করেন এবং জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন।
আশরাফ হাকিমি কে? ২৭ বছর বয়সী আশরাফ হাকিমি মুউহ বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি লিগ ১ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জার্মাঁ (PSG)-এর হয়ে খেলছেন। মাদ্রিদে মরক্কান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া হাকিমি আন্তর্জাতিক পর্যায়ে মরক্কোর হয়ে প্রতিনিধিত্ব করেন এবং জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন।
advertisement
5/6
নোরার বয়ফ্রেন্ড আশরাফ হাকিমি ২০২২ সালের ফিফা বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—যা ছিল কোনো আফ্রিকান দলের প্রথমবার এই সাফল্য। তিনি রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও প্যারিস সাঁ-জার্মাঁ (PSG)-এর হয়ে খেলেই উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ একাধিক বড় শিরোপা জয় করেছেন।
নোরার বয়ফ্রেন্ড আশরাফ হাকিমি ২০২২ সালের ফিফা বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—যা ছিল কোনো আফ্রিকান দলের প্রথমবার এই সাফল্য। তিনি রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও প্যারিস সাঁ-জার্মাঁ (PSG)-এর হয়ে খেলেই উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ একাধিক বড় শিরোপা জয় করেছেন।
advertisement
6/6
ব্যক্তিগত জীবন ঘিরে শিরোনামে থাকলেও নোরা ফতেহি তাঁর আন্তর্জাতিক উপস্থিতি ক্রমাগত বাড়িয়ে চলেছেন। গত বছর তিনি জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফেলন-এ অংশ নিয়ে আমেরিকান টিভিতে অভিষেক করেন। সেখানে তিনি জামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তাঁর আন্তর্জাতিক সিঙ্গল হোয়াট ডু আই নো? (জাস্ট আ গার্ল) পরিবেশন করেন।
ব্যক্তিগত জীবন ঘিরে শিরোনামে থাকলেও, নোরা ফতেহি তাঁর আন্তর্জাতিক উপস্থিতি ক্রমাগত বাড়িয়ে চলেছেন। গত বছর তিনি জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফেলন-এ অংশ নিয়ে আমেরিকান টিভিতে অভিষেক করেন। সেখানে তিনি জামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তাঁর আন্তর্জাতিক সিঙ্গল হোয়াট ডু আই নো? (জাস্ট আ গার্ল) পরিবেশন করেন।
advertisement
advertisement
advertisement