Cricket Stadium: বীরভূমের মাটিতে আকর্ষণীয় ক্রিকেট ময়দান! খেলেছেন ঋদ্ধিমান থেকে অভিমন্যু, বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের অনেক সদস্যা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
এই মাঠ আজ শুধু গ্রামের নয়, সমগ্র জেলার গর্ব। ভারতের মহিলা ক্রিকেট দলের একাধিক বিশ্বকাপজয়ী সদস্য এই মাঠেই একসময় প্র্যাকটিস ও টুর্নামেন্ট খেলেছেন।
ইডেন গার্ডেন বা লর্ডস নয়, এ যেন বীরভূমের মাটিতে ক্রিকেটের এক অনন্য স্বপ্নপূরণ। সদাইপুর থানার অন্তর্গত বড় গুনসীমা গ্রামের বাসিন্দা শেখ মহিম নিজের উদ্যোগে ৩০ বিঘা জমির উপর গড়ে তুলেছেন এক অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো "MGR Sports Academy"। এই মাঠ আজ শুধু গ্রামের নয়, সমগ্র জেলার গর্ব। ভারতের মহিলা ক্রিকেট দলের একাধিক বিশ্বকাপজয়ী সদস্য এই মাঠেই একসময় প্র্যাকটিস ও টুর্নামেন্ট খেলেছেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
সম্প্রতি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর প্রতিনিধিরাও এই মাঠ পরিদর্শনে এসে মুগ্ধ হয়েছেন এর পরিকাঠামো দেখে। কলকাতার বাইরে এমন আন্তর্জাতিকমানের মাঠ দেখা যায় না বলেই মত তাঁদের। ইতিমধ্যেই এখানে বিভিন্ন জেলা ও রাজ্য স্তরের ক্রিকেট লিগ, এমনকি আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতাও আয়োজিত হচ্ছে।
advertisement
সম্প্রতি বাংলার সিনিয়র ক্রিকেট দলের শিবির বসেছে এখানেই, যেখানে উপস্থিত ছিলেন ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, ঈশান পোড়েল, অভিষেক পোড়েল-এর মতো আন্তর্জাতিক ও আইপিএল তারকারা। তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা লক্ষ্মীরতন শুক্লা, শিব শংকর পাল ও অরূপ ব্যানার্জী।
advertisement
advertisement
<strong>কোচিং-এর নিয়মাবলি</strong>: অ্যাকাডেমিতে ভর্তি হতে মাত্র ২০০০ টাকায় ভর্তি ফর্ম ও ড্রেস পাওয়া যায়। মাসিক ফি ৪০০ টাকা, তবে আর্থিকভাবে দুর্বল ছাত্রদের ক্ষেত্রে তা মুকুব করা হয়।" width="1500" height="1000" /> তিনি আরও বলেন, "আমি ছোটবেলায় কখনওই ভাল মাঠ পাইনি, তাই নিজের হাতে এই সুযোগটা গড়ে তুলতে চেয়েছি। এখন প্রায় ১০০-রও বেশি বাচ্চা এখানে প্র্যাকটিস করে। অনেকেই গরিব ঘরের সন্তান, যারা ফি দিতে পারে না, তাদের ফ্রিতে কোচিং দিই ও কিটস কিনে দিই।"<strong>কোচিং-এর নিয়মাবলি</strong>: অ্যাকাডেমিতে ভর্তি হতে মাত্র ২০০০ টাকায় ভর্তি ফর্ম ও ড্রেস পাওয়া যায়। মাসিক ফি ৪০০ টাকা, তবে আর্থিকভাবে দুর্বল ছাত্রদের ক্ষেত্রে তা মুকুব করা হয়।
advertisement
শেখ মহিমের আশা, "একদিন এই মাঠেই রঞ্জি ট্রফির ম্যাচ হবে, আর সেই দিনটাই হবে বীরভূমের ক্রিকেট ইতিহাসের গর্বের অধ্যায়।" সিউড়ি থেকে মাত্র ১০-১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মাঠে এখন রোজ প্র্যাকটিসের আওয়াজ ওঠে। গ্রামের মানুষ থেকে শুরু করে কৃষক ও দিনমজুর সবাই গর্ব করে বলেন, "ইডেন নয়, এটা বীরভূমের গর্ব আমাদের MGR Sports Academy!" (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
