IPL 2021: অসাধারণ সুন্দরী এই অ্যাঙ্কর এবার আইপিএলে নেই, ক্রিকেটপ্রেমীরা মিস করছেন!

Last Updated:
IPL 2021; Kian Narayanan: কেন এবার এই সুন্দরী অ্যাঙ্করকে আইপিএলে দেখা যাচ্ছে না!
1/6
আইপিএল জমে উঠেছে। আর আইপিএলের ম্যাচ পরবর্তী টক শো-ও জমজমাট। কিন্তু এবার আইপিএলে একজন সুন্দরী অ্যাঙ্কর-এর দেখা নেই। কেন দেখা যাচ্ছে না কিরা নারায়ননকে ( (Kira Narayanan) )!
আইপিএল জমে উঠেছে। আর আইপিএলের ম্যাচ পরবর্তী টক শো-ও জমজমাট। কিন্তু এবার আইপিএলে একজন সুন্দরী অ্যাঙ্কর-এর দেখা নেই। কেন দেখা যাচ্ছে না কিরা নারায়ননকে ( (Kira Narayanan) )!
advertisement
2/6
ক্রিকেট লাইভ শো হোস্ট করতেন কিরা। ব্রায়ান লারা, ব্রেট লি-দের সঙ্গে শো জমিয়ে দিতেন তিনি। এবার অবশ্য তাঁকে দেখা যাচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা তাঁকে মিস করছেন।
ক্রিকেট লাইভ শো হোস্ট করতেন কিরা। ব্রায়ান লারা, ব্রেট লি-দের সঙ্গে শো জমিয়ে দিতেন তিনি। এবার অবশ্য তাঁকে দেখা যাচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা তাঁকে মিস করছেন।
advertisement
3/6
চলতি বছর ভারত বনাম ইংল্যান্ড সুরিজে তাঁকে দেখা গিয়েছিল। সেই সিরিজে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে শো হোস্ট করেছিলেন।
চলতি বছর ভারত বনাম ইংল্যান্ড সুরিজে তাঁকে দেখা গিয়েছিল। সেই সিরিজে তিনি সুনীল গাভাসকরের সঙ্গে শো হোস্ট করেছিলেন।
advertisement
4/6
সঞ্চালনা ছাড়া অভিনয় করেন কিয়া। তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পড়াশোনা করেছেন।
সঞ্চালনা ছাড়া অভিনয় করেন কিয়া। তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পড়াশোনা করেছেন।
advertisement
5/6
নিউ ইয়র্ক ফিল্ম ইউনিভার্সিটি থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ১৩ বছর বয়স থেকে অভিনয় করেন কিয়া। তিনি গ্রেট ব্রিটেন-এর ন্য়াশনাল ইউথ থিয়েটারের সদস্যা।
নিউ ইয়র্ক ফিল্ম ইউনিভার্সিটি থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। ১৩ বছর বয়স থেকে অভিনয় করেন কিয়া। তিনি গ্রেট ব্রিটেন-এর ন্য়াশনাল ইউথ থিয়েটারের সদস্যা।
advertisement
6/6
চলতি বছর আইপিএলে সঞ্চালনার জন্য বিসিসিআই কিয়ার সঙ্গে চুক্তি করেনি। তাই এবার আইপিএলে তাঁকে আর দেখা যাচ্ছে না।
চলতি বছর আইপিএলে সঞ্চালনার জন্য বিসিসিআই কিয়ার সঙ্গে চুক্তি করেনি। তাই এবার আইপিএলে তাঁকে আর দেখা যাচ্ছে না।
advertisement
advertisement
advertisement