BCCI and T20 WC: ICC-র বার্তায় নিজেদের মত জানাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দেশ যা বলবে তাই হবে, T20 WC কোথায় দাঁড়িয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bangladesh In T20 World Cup 2026: BCB ICC-কে T20 World Cup নিয়ে উত্তর দেওয়া স্থগিত রেখেছে, সরকারের সঙ্গে পরামর্শের অপেক্ষায়
কলকাতা: তারা নিজেরা কোনও সিদ্ধান্তই নেবে না৷ আইসিসি-র সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে তৈরি হওয়া বর্তমানে উদ্ভুত সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনার পরেই পরের পদক্ষেপ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)৷ সরকারের সঙ্গে পরামর্শ করছে তারা৷ T20 World Cup-এর ম্যাচগুলি ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর বিষয়ে লজিস্টিক্যাল সমস্যা দেখা দিয়েছে বলে ICC অনুরোধে জানিয়েছে।
advertisement
advertisement
আইসিসি সোমবার মুম্বই এবং দুবাইতে কয়েকটি অভ্যন্তরীণ মিটিং করেছে এবং বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে এই সংকট সমাধানের জন্য। বড় ইভেন্টের আগে মাত্র এক মাস বাকি রয়েছে , ICC-র সামনে বড় লজিস্টিক্যাল সমস্যা দেখা দেবে যদি বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে অন্য কোথাও সরাতে হয়।
advertisement
advertisement
তুলনা হিসেবে, ICC হয়তো Pakistan-এর India সফরের সময় ২০২৩ ODI World Cup-এ কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটার বিষয়টি উল্লেখ করতে পারে। বাংলাদেশ তাদের চারটি গ্রুপ-স্টেজ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে, আর একটি ম্যাচ মুম্বইতে। তারা Group C-তে রয়েছে, যেখানে রয়েছে ইংল্যান্ড (England), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নেপাল (Nepal) এবং ইতালি (Italy)।
advertisement
advertisement
The Telegraph- এক অভিজ্ঞ আইসিসি কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, “ICC বাংলাদেশকে India-তে খেলতে রাজি করানোর চেষ্টা করবে। এটা শুধু দুই দলের ব্যাপার নয়, দর্শক, ফ্যান, ব্রডকাস্টার, ট্রাভেলিং মিডিয়া—সবাই জড়িত৷” শেষ চেষ্টা হিসেবে, ICC হয়তো BCCI এবং BCB-কে বিষয়টি মিটিয়ে নিতে বলবে, কারণ এই বিতর্ক দুই বোর্ডের মধ্যে।







