Arjun Tendulkar Trolled: 'পাপাকে থ্যাঙ্ক ইউ বলেছো তো?', সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে ঠাট্টা

Last Updated:
Arjun Tendulkar Trolled: কেন অর্জুন তেন্ডুলকরকে শুনতে হল এমন কথা!
1/5
বাবার সঙ্গে তাঁর খেলার ধরণে কোনও মিল নেই। সচিন তেন্ডুলকর বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। ছেলে অর্জুন তেন্ডুলকর পেসার। তবে ছেলেকে তৈরি করতে সচিন তেন্ডুলকর কোনও খামতি রাখেননি। তবুও বাবার ছায়া বারবার ঢেকে ফেলেছে অর্জুনকে।
বাবার সঙ্গে তাঁর খেলার ধরণে কোনও মিল নেই। সচিন তেন্ডুলকর বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। ছেলে অর্জুন তেন্ডুলকর পেসার। তবে ছেলেকে তৈরি করতে সচিন তেন্ডুলকর কোনও খামতি রাখেননি। তবুও বাবার ছায়া বারবার ঢেকে ফেলেছে অর্জুনকে।
advertisement
2/5
অর্জুন তেন্ডুলকরের যে কোনও সাফল্যে জুড়ে যায় তাঁর বাবার নাম। সচিন তেন্ডুলকরের জন্যই যেন অর্জুনের সেই সাফল্য! এবারও সেটাই হল। আইপিএল নিলামে অর্জুনকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার পরই ব্যাপক ট্রোলড হতে হল সচিন-পুত্রকে।
অর্জুন তেন্ডুলকরের যে কোনও সাফল্যে জুড়ে যায় তাঁর বাবার নাম। সচিন তেন্ডুলকরের জন্যই যেন অর্জুনের সেই সাফল্য! এবারও সেটাই হল। আইপিএল নিলামে অর্জুনকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার পরই ব্যাপক ট্রোলড হতে হল সচিন-পুত্রকে।
advertisement
3/5
গতবারও আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকরকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রিলিজ করে দিয়েছিল তাঁকে। এবার অর্জুনকে ৩০ লাখ টাকায় ফের দলে নিল মুম্বাই। তার পরই অর্জুনকে নিয়ে ঠাট্টা করছেন অনেকে।
গতবারও আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকরকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রিলিজ করে দিয়েছিল তাঁকে। এবার অর্জুনকে ৩০ লাখ টাকায় ফের দলে নিল মুম্বাই। তার পরই অর্জুনকে নিয়ে ঠাট্টা করছেন অনেকে।
advertisement
4/5
সম্প্রতি একটি ভিডিওতে অর্জুন বলেছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে নিজের ১০০ শতাংশ দেবেন। তার পর থেকেই তাঁকে ট্রোল করছেন অনেকে। কেউ কেউ বলছেন, অর্জুনকে একটি ম্যাচেও খেলাবে না মুম্বাই। স্রেফ সচিনের অনুরোধে তাঁকে দলে নেওয়া হয়েছে।
সম্প্রতি একটি ভিডিওতে অর্জুন বলেছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে নিজের ১০০ শতাংশ দেবেন। তার পর থেকেই তাঁকে ট্রোল করছেন অনেকে। কেউ কেউ বলছেন, অর্জুনকে একটি ম্যাচেও খেলাবে না মুম্বাই। স্রেফ সচিনের অনুরোধে তাঁকে দলে নেওয়া হয়েছে।
advertisement
5/5
পাপাকে থ্যাঙ্ক ইউ বলেছো? অনেকে অর্জুন তেন্ডুলকরকে ট্রোল করে এমনও লিখেছেন।
পাপাকে থ্যাঙ্ক ইউ বলেছো? অনেকে অর্জুন তেন্ডুলকরকে ট্রোল করে এমনও লিখেছেন।
advertisement
advertisement
advertisement