আন্দ্রে রাসেলকে ছাড়ছে কেকেআর! এত বড় চমক! নাইটদের গোপন প্ল্যান 'এটাই'!

Last Updated:
Andre Russell- আইপিএলের মেগা নিলাম হওয়ার সম্ভাবনা এবার প্রবল। ঠিক কত জন করে ক্রিকেটার নিলামের আগে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, তা এখনও জানানো হয়নি ফলে এখন অনেক রকমহৃ হিসেব নিকেশ শোনা যাচ্ছে।
1/7
আন্দ্রে রাসেল কেকেআর জার্সিতে আর খেলবেন না আইপিএলে! এমন কথা শুনে অনেকের বিশ্বাস নাও হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আইপিএল ২০২৫-এর আগে।
আন্দ্রে রাসেল কেকেআর জার্সিতে আর খেলবেন না আইপিএলে! এমন কথা শুনে অনেকের বিশ্বাস নাও হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আইপিএল ২০২৫-এর আগে।
advertisement
2/7
আইপিএলের মেগা নিলাম হওয়ার সম্ভাবনা এবার প্রবল। ঠিক কত জন করে ক্রিকেটার নিলামের আগে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, তা এখনও জানানো হয়নি ফলে এখন অনেক রকমহৃ হিসেব নিকেশ শোনা যাচ্ছে।
আইপিএলের মেগা নিলাম হওয়ার সম্ভাবনা এবার প্রবল। ঠিক কত জন করে ক্রিকেটার নিলামের আগে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, তা এখনও জানানো হয়নি ফলে এখন অনেক রকমহৃ হিসেব নিকেশ শোনা যাচ্ছে।
advertisement
3/7
 আগের নিয়ম অনুযায়ী, যদি ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি, তা হলে আন্দ্রে রাসেলকে দলে নেওয়ার ব্যাপারে ভাবতে পারে কেকেআর।
আগের নিয়ম অনুযায়ী, যদি ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি, তা হলে আন্দ্রে রাসেলকে দলে নেওয়ার ব্যাপারে ভাবতে পারে কেকেআর।
advertisement
4/7
৪ জন ক্রিকেটারকে প্রতি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারলে কেকেআর কাদের নিয়ে ভাববে! অনেকে শুরুতেই বলছেন রিঙ্কু সিংয়ের নাম।
৪ জন ক্রিকেটারকে প্রতি ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারলে কেকেআর কাদের নিয়ে ভাববে! অনেকে শুরুতেই বলছেন রিঙ্কু সিংয়ের নাম।
advertisement
5/7
ভবিষ্যতের কথা মাথায় রেখে কেকেআর ধরে রাখতে পারে হর্ষিত রানাকে। এমনকী ফিল্টচ সল্টকেও দলে রাখবে কেকেআর।
ভবিষ্যতের কথা মাথায় রেখে কেকেআর ধরে রাখতে পারে হর্ষিত রানাকে। এমনকী ফিল্টচ সল্টকেও দলে রাখবে কেকেআর।
advertisement
6/7
চতুর্থ ক্রিকেটার হিসেবে কেকেআর রাখতে পারে সুনীল নারিনকে।
চতুর্থ ক্রিকেটার হিসেবে কেকেআর রাখতে পারে সুনীল নারিনকে।
advertisement
7/7
কেকেআর এবার যদি এই অঙ্কে এগোয়, তা হলে আন্দ্রে রাসেলকে বাদ দেওয়া হতে পারে।
কেকেআর এবার যদি এই অঙ্কে এগোয়, তা হলে আন্দ্রে রাসেলকে বাদ দেওয়া হতে পারে।
advertisement
advertisement
advertisement