Akashdeep Singh Bowling India vs England Test: দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট! বঙ্গ পেসার আকাশদীপের আগুনে পারফরম্যান্সে খুশিতে ডগমগ রোহতাস...

Last Updated:
রোহতাসের আকাশদীপ সিং বার্মিংহামের টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতকে জয় এনে দিলেন. তাঁর পারফরম্যান্সে গোটা গ্রাম উৎসবের মেজাজে. আকাশদীপ এই সাফল্য ক্যানসারে আক্রান্ত বোনকে উৎসর্গ করেছেন.
1/8
ভারতের ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা নিলেন রোহতাস জেলার পেসার আকাশদীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ১০টি উইকেট নিয়ে তিনি রাতারাতি হিরো হয়ে উঠেছেন। গোটা গ্রাম ও জেলা এখন উৎসবের মেজাজে।
ভারতের ঐতিহাসিক জয়ে মুখ্য ভূমিকা নিলেন রোহতাস জেলার পেসার আকাশদীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ১০টি উইকেট নিয়ে তিনি রাতারাতি হিরো হয়ে উঠেছেন। গোটা গ্রাম ও জেলা এখন উৎসবের মেজাজে।
advertisement
2/8
দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ উইকেটই নয়, প্রথম ইনিংসেও ৪টি উইকেট নিয়ে আকাশদীপ ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। দলের অন্যতম অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহর জায়গায় দলে সুযোগ পেয়ে আকাশদীপ তাঁর প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করেছেন।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ উইকেটই নয়, প্রথম ইনিংসেও ৪টি উইকেট নিয়ে আকাশদীপ ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। দলের অন্যতম অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহর জায়গায় দলে সুযোগ পেয়ে আকাশদীপ তাঁর প্রতিভার পূর্ণ সদ্ব্যবহার করেছেন।
advertisement
3/8
১৯৭৬ সালের পর এই প্রথম কোনও বোলার ইংল্যান্ডের টপ-৫ ব্যাটারের মধ্যে চারজনকে আউট করলেন। ৪৯ বছর আগে এই কীর্তি করেছিলেন মাইকেল হোল্ডিং। আকাশদীপ সেই রেকর্ড স্পর্শ করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখেন।
১৯৭৬ সালের পর এই প্রথম কোনও বোলার ইংল্যান্ডের টপ-৫ ব্যাটারের মধ্যে চারজনকে আউট করলেন। ৪৯ বছর আগে এই কীর্তি করেছিলেন মাইকেল হোল্ডিং। আকাশদীপ সেই রেকর্ড স্পর্শ করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখেন।
advertisement
4/8
ম্যাচ জয়ের পর আকাশদীপ বলেন, এই সাফল্য তিনি তাঁর ক্যানসারে আক্রান্ত বোনকে উৎসর্গ করেছেন। চেতেশ্বর পূজারার সঙ্গে কথোপকথনে তিনি বলেন,
ম্যাচ জয়ের পর আকাশদীপ বলেন, এই সাফল্য তিনি তাঁর ক্যানসারে আক্রান্ত বোনকে উৎসর্গ করেছেন। চেতেশ্বর পূজারার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, "এই জয় তোমার জন্য। তোমার মুখটাই আমার সামনে ভাসে সারাক্ষণ।" এই আবেগময় মন্তব্যে কেঁদে ফেলেছেন অনেক ক্রীড়াপ্রেমী।
advertisement
5/8
বিহারের রোহতাস জেলার শিবসাগর ব্লকের ছোট্ট গ্রাম বাড্ডিতে জন্ম আকাশদীপের। সেখানকার কাঁচা রাস্তায় খেলেই শুরু ক্রিকেট-জীবন। পিতার মৃত্যু ও নানা পারিবারিক সমস্যা তাঁকে থামাতে পারেনি। বিহারের গণ্ডি ছাড়িয়ে পাড়ি জমান বাংলার পেশাদার ক্রিকেটে।
বিহারের রোহতাস জেলার শিবসাগর ব্লকের ছোট্ট গ্রাম বাড্ডিতে জন্ম আকাশদীপের। সেখানকার কাঁচা রাস্তায় খেলেই শুরু ক্রিকেট-জীবন। পিতার মৃত্যু ও নানা পারিবারিক সমস্যা তাঁকে থামাতে পারেনি। বিহারের গণ্ডি ছাড়িয়ে পাড়ি জমান বাংলার পেশাদার ক্রিকেটে।
advertisement
6/8
এই দুর্দান্ত পারফরম্যান্সের পর গোটা গ্রামে আনন্দের আবহ। তরুণরা বলছেন, আকাশদীপ প্রমাণ করে দিলেন, ছোট গ্রাম থেকেও বড়ো ক্রিকেটার হতে পারে। এক স্থানীয় যুবক বলেন, “ভারতের জয়ে যতটা খুশি হয়েছি, তার থেকেও বেশি গর্বিত যে আকাশদীপ আমাদের জেলার সন্তান।”
এই দুর্দান্ত পারফরম্যান্সের পর গোটা গ্রামে আনন্দের আবহ। তরুণরা বলছেন, আকাশদীপ প্রমাণ করে দিলেন, ছোট গ্রাম থেকেও বড়ো ক্রিকেটার হতে পারে। এক স্থানীয় যুবক বলেন, “ভারতের জয়ে যতটা খুশি হয়েছি, তার থেকেও বেশি গর্বিত যে আকাশদীপ আমাদের জেলার সন্তান।”
advertisement
7/8
স্থানীয় যুবক অঙ্কুর বলেন, “আমি ভাবতেই পারিনি ও এত ভালো খেলবে। কিন্তু আকাশদীপ প্রমাণ করে দিল, নিজের চেষ্টায় দেশকে গর্বিত করা যায়।”
স্থানীয় যুবক অঙ্কুর বলেন, “আমি ভাবতেই পারিনি ও এত ভালো খেলবে। কিন্তু আকাশদীপ প্রমাণ করে দিল, নিজের চেষ্টায় দেশকে গর্বিত করা যায়।”
advertisement
8/8
স্থানীয় শিক্ষক মনোজ যাদব বলেন, “আমার বোন অসুস্থ, কিন্তু আমি পুরো ম্যাচ দেখেছি। ওর প্যাশন দেখে আমি মুগ্ধ। ও কখনো ক্লান্ত হয়নি। নিজের দুঃখ আড়াল করে দেশের জন্য খেলেছে। সেটাই একজন মহান খেলোয়াড়ের পরিচয়।”
স্থানীয় শিক্ষক মনোজ যাদব বলেন, “আমার বোন অসুস্থ, কিন্তু আমি পুরো ম্যাচ দেখেছি। ওর প্যাশন দেখে আমি মুগ্ধ। ও কখনো ক্লান্ত হয়নি। নিজের দুঃখ আড়াল করে দেশের জন্য খেলেছে। সেটাই একজন মহান খেলোয়াড়ের পরিচয়।”
advertisement
advertisement
advertisement