বারবার অঘটন, আগেই স্থগিত হয়েছে বিয়ে! বাবার পরে এবার হাসপাতালে স্মৃতি মন্ধানার হবু বর...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জীবনে ছিল স্বপ্নের মতো সুন্দর। ২ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন স্মৃতির জীবনের বিশেষ মানুষ, সুরকার পলাশ মুচ্ছলও। আপাতত চিন্তার কোনও কারণ নেই বলেই খবর। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরতে চলেছেন।
বিয়ের আসরে একের পর এক অঘটন। এই বিয়ে যেন হয়ে উঠেছিল গোটা দেশবাসীর বাড়ির অনুষ্ঠান। খুশি, আনন্দ, উচ্ছ্বাস সব যেন থেমে গেছে অচিরে। স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের কথা ছিল রবিবার। কিন্তু তারই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। স্থগিত হয় অনুষ্ঠান। এবার খবর, ভাইরাল ইনফেকশনের কারণে পলাশকেও নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
advertisement
নভেম্বর মাসটা স্মৃতি মন্ধানার জীবনে ছিল স্বপ্নের মতো সুন্দর। ২ নভেম্বর ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন স্মৃতির জীবনের বিশেষ মানুষ, সুরকার পলাশ মুচ্ছলও। আপাতত চিন্তার কোনও কারণ নেই বলেই খবর। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলে ফিরতে চলেছেন।
advertisement
বিয়ের আগে হলদি ও মেহেন্দি অনুষ্ঠান গত শনিবার জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, যার নানা ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়। অনুষ্ঠানের পরদিনই খবর আসে যে স্মৃতির বাবার শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হয়ে পড়েছে। ফলে মহারাষ্ট্রের সাংলিতে আয়োজিত হওয়ার কথা থাকলেও বিয়ের অনুষ্ঠানের আনন্দ মুহূর্তেই শোকের ছায়ায় ঢেকে যায়।
advertisement
advertisement
