Golden Raisin VS Black Raisin: সোনালি না কালো কিশমিশ, ত্বক, চুল থেকে লিভার ভাল রাখতে কোনটা খাবেন? জানালেন পুষ্টিবিদ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আজকাল বাজারে মেলে কালো কিশমিশও! কিন্তু এই দুই কিশমিশের মধ্যে কোন কিশমিশের পুষ্টিগুণ বেশি? জানালেন মুম্বইয়ের পুষ্টিবিদ শ্বেতা জে পঞ্চাল!
advertisement
advertisement
চকচকে সোনালি রং-এর এই কিশমিশ দেখতে বড় ভাল লাগে! কিন্তু মাথায় রাখবেন, এই রং কিন্তু প্রাকৃতিক নয়। সালফার ডাই-অক্সাইড রাসায়নিক ব্যবহার করে এই রং আনা হয়। পুষ্টিবিদ জানিয়েছেন, '' সোনালি কিশমিশে কেমিক্যাল প্রয়োগ করা হয়, যাতে ভালো রং ধরে এবং বেশিদিন টেকে। কিন্তু কালো কিশমিশে কেমিক্যাল ও প্রিসারভেটিভ দেওয়া হয় না। রোদে শুকানোর ফলে কিশমিশের রং হয় কালো।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
