Asghar Afghan Retired: দেশের জার্সিতে জীবনের শেষ ইনিংস, 'গার্ড অফ অনার'-এ সম্মানিত আফগান তারকা

Last Updated:
Asghar Afghan Guard Of Honor: খেলার মাঠেই হয়তো এতটা সম্মান পাওয়া সম্ভব। জীবনের শেষ ইনিংসের পর বিপক্ষ দলের থেকেও সম্মান পেলেন অসগর।
1/5
এত সম্মান খুব কমসংখ্যক মানুষেরই কপালে জোটে। হয়তো খেলার মাঠই কাউকে এতটা সম্মান দিতে পারে। শুধু সতীর্থ নয়, বিপক্ষ দলের ক্রিকেটারদের থেকেও সম্মান পেলেন আফগানিস্তানের তারকা ব্যাটার অসগর আফগান।
এত সম্মান খুব কমসংখ্যক মানুষেরই কপালে জোটে। হয়তো খেলার মাঠই কাউকে এতটা সম্মান দিতে পারে। শুধু সতীর্থ নয়, বিপক্ষ দলের ক্রিকেটারদের থেকেও সম্মান পেলেন আফগানিস্তানের তারকা ব্যাটার অসগর আফগান।
advertisement
2/5
চলতি টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর নেবেন বলে ঘোষণা করেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। তার পর থেকেই আফগানিস্তানের ক্রিকেট সমর্থকদের মন খারাপ। নামিবিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নেবেন বলে জানিয়েছিলেন অসগর।
চলতি টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর নেবেন বলে ঘোষণা করেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। তার পর থেকেই আফগানিস্তানের ক্রিকেট সমর্থকদের মন খারাপ। নামিবিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নেবেন বলে জানিয়েছিলেন অসগর।
advertisement
3/5
টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি ম্যাচ জেতা অধিনায়ক অসগর। দেশের জার্সিতে জীবনের শেষ ইনিংস খেলে অনন্য সম্মান পেলেন। নামিবিয়ার ক্রিকেটাররাও এদিন তাঁকে গার্ড অফ অনার দিলেন।
টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি ম্যাচ জেতা অধিনায়ক অসগর। দেশের জার্সিতে জীবনের শেষ ইনিংস খেলে অনন্য সম্মান পেলেন। নামিবিয়ার ক্রিকেটাররাও এদিন তাঁকে গার্ড অফ অনার দিলেন।
advertisement
4/5
এদিন নামিবিয়ার বিরুদ্ধে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন অসগর। তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আফগানিস্তানের ইনিংসের ১৯তম ইনিংসে আউট হওয়ার পর অসগরকে গার্ড অফ অনার দেন নামিবিয়া ও আফগানিস্তানের ক্রিকেটাররা।
এদিন নামিবিয়ার বিরুদ্ধে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন অসগর। তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আফগানিস্তানের ইনিংসের ১৯তম ইনিংসে আউট হওয়ার পর অসগরকে গার্ড অফ অনার দেন নামিবিয়া ও আফগানিস্তানের ক্রিকেটাররা।
advertisement
5/5
বিশ্বকাপের ম্যাচে প্রথম অফগান হিসাবে হাফ সেঞ্চুরি করেছিলেন অসগর। তাঁর প্রতি সতীর্থদের সম্মান ঠিক কতটা, এদিন সেটা বোঝা গেল। এমনকী বিপক্ষ দলের ক্রিকেটাররাও অসগরের প্রতি দারুন সম্মান প্রদর্শন করলেন।
বিশ্বকাপের ম্যাচে প্রথম অফগান হিসাবে হাফ সেঞ্চুরি করেছিলেন অসগর। তাঁর প্রতি সতীর্থদের সম্মান ঠিক কতটা, এদিন সেটা বোঝা গেল। এমনকী বিপক্ষ দলের ক্রিকেটাররাও অসগরের প্রতি দারুন সম্মান প্রদর্শন করলেন।
advertisement
advertisement
advertisement