Sourav Ganguly: ১৩ বছরের ছেলের পিঠ চাপড়ে দিলেন সৌরভ! কী ব্যাপার? জেলায় চর্চা তাকে নিয়ে!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Sourav Ganguly: দুবরাজপুরের ১৩ বছরের সুবর্ণ দে-র সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ঠিক ছোটবেলা থেকেই একজন সফল ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে সুবর্ণ দে, বয়স আনুমানিক ১২ বছরের কাছাকাছি। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির এই পড়ুয়া সুবর্ণর বাড়ি দুবরাজপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ৫মে কলকাতায় “অম্বর রায় সাব জুনিয়ার অনূর্ধ্ব-১৩ একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার জিতেছে এই সুবর্ণ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।
advertisement
৪৩ রানে হারিয়ে দেয় মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমিকে। এই ম্যাচেই উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে মোহনবাগান করে ২১১-৭। সুবর্ণ দে ১০৭ বলে ৬৬ এবং অরিত্র পাল ৪০ রানে অপরাজিত থাকে। জবাবে ১৬৮-৮ স্কোরে থেমে যায় সম্বরণ ক্রিকেট একাডেমি। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ম্যান অH দ্য ম্যাচের পুরস্কার নিয়ে এসেছে সুবর্ণ।
advertisement
advertisement
পৌরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে সেই সঙ্গে অন্যান্য কাউন্সিলররা পৌরসভায় তার হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করে। সুবর্ণর সহপাঠী দুবরাজপুরের আর এক ক্রিকেটার রাম শ্রেষ্ঠ নায়কও মোহনবাগান দলে খেলার সুযোগ পাওয়ায় তার হাতেও সংবর্ধনা দেয় পুরসভার কর্তৃপক্ষ। অন্যদিকে, স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা সুবর্ণ’র বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছে বলে সুবর্ণ’র বাবা নারায়ণ দে জানিয়েছেন। উল্লেখ্য, বাবার উৎসাহে সুবর্ণর ক্রিকেট খেলায় প্রথম হাতে খড়ি।
advertisement
স্কুল ভর্তির আগেই তাকে ব্যাট বল কিনে দেয় বাবা। বাড়িতেই তৈরি করে দেয় পিচ। এক প্রশিক্ষক বাড়িতে এসেই তাকে ক্রিকেটে প্রশিক্ষণ দেয়। ১২ বছর বয়সী এই পড়ুয়া সুবর্ণর জন্য স্কুল কর্তৃপক্ষ গর্বিত। প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ জানিয়েছেন, ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাতে সে ভাল ফল করে। এই তরুণ ক্রিকেটারের সাফল্যে গর্বিত এখন জেলাবাসী। আগামী দিনের সুবর্ণর বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন।-সৌভিক রায়