West Bengal Weather Update: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে। বৃষ্টি হলেই মিলবে স্বস্তি।
রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি হতে পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে কমবে ঝড়ের প্রভাব। শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে। বৃষ্টি হলেই মিলবে স্বস্তি। তাপমাত্রা একই থাকবে , নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। Story: Biswajit Saha
advertisement
আজ, বুধবার জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘অশনি’-র বীজ। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্ত। সাগরে সিস্টেম তৈরির অনুকূল পরিবেশ। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগরের তৈরি ঘূর্ণাবর্ত এরপর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এরপর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়ের আকার নিয়ে।
advertisement
আপাতত অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হতে পারে এমনই সম্ভাবনা। তবে উত্তর বঙ্গোপসাগরে এসে এর গতি প্রকৃতি কোন দিকে যায় সেটাই দেখার। আবহাওয়াবিদরা মনে করছেন শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এটি বাংলা এবং ওড়িশা উপকূলের কোথাও স্থলভাগের প্রবেশ করতে পারে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘অশনি’। শ্রীলঙ্কার দেওয়া এই নাম।
advertisement
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত কবে হয় সে দিকেই নজর আবহাওয়াবিদদের। কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯০ শতাংশ। বৃষ্টির পরিমাণ ০.৮ মিলিমিটার।
advertisement
আজ, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। আপাতত উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
advertisement
আগামিকাল, বৃহস্পতিবার থেকে ঝড়ের প্রভাব কমবে তবে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ শনিবার পর্যন্ত। উত্তর প্রদেশে ঘূর্ণাবর্ত। পঞ্জাব থেকে বাংলাদেশে পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার এবং উত্তর বঙ্গের ওপর দিয়ে গিয়েছে। বিদর্ভ থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। আগামিকাল, বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয় মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কেরল-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পন্ডিচেরিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।