West Bengal Weather Forecast| Lakshmi Puja Weather: এক লাফে তাপমাত্রা কমল ৪ ডিগ্রি! উত্তাল উপকূল, রাজ্যজুড়ে বৃষ্টি! কেমন যাবে লক্ষ্মীপুজো?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Forecast| Lakshmi Puja Weather: ঝড় ও বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও কমতে পারে রাজ্যে।
আজও দিনভর দুর্যোগপূর্ন আবহাওয়ার সতর্কতা রাজ্যজুড়ে। নিম্নচাপ ও পুবালি হাওয়ার জোড়া ফলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। উপকূলের জেলায় আজও দমকা বাতাস উপস্থিত। সঙ্গে দিনভর বৃষ্টি। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। শক্তিশালী পুবালি হাওয়ার দাপট। সঙ্গে নিম্নচাপের প্রভাব। বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সর্তকতা। কোন জেলায় কেমন সর্তকতা জেনে নিন।
advertisement
advertisement
ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা।
advertisement
বুধবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এ অতিভারী বৃষ্টির অর্থাৎ ২০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা। ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সর্তকতা।
advertisement
অন্যদিকে, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা্য়। পূবালী হাওয়ার দাপট বাংলা ও বাংলাদেশ উপকূলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর রয়েছে নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
advertisement
আরও একটি নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশের উপরে। ক্রমশ উত্তর-পশ্চিমে সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। এই নিম্নচাপ থেকে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। অন্য একটি অক্ষরেখার রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা বিদর্ভ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা।
advertisement
এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। হরিয়ানা চন্ডিগড় রাজস্থান উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। বর্ষা-বিদায় রেখা নাগাল্যান্ডের কোহিমা থেকে শিলচর হয়ে কৃষ্ণনগর বারিপদা উপর দিয়ে নালগোণ্ডা পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
পুবালি হাওয়ার প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টি হবে ওড়িশা ঝাড়খন্ড এবং বিহারেও। ভারী বৃষ্টির সর্তকতা থাকছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে। ঝাড়খন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে বিহারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বুধবার পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়। তবে এই তিন রাজ্যে মঙ্গল ও বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা।র আগে যে বৃষ্টি হচ্ছে তা মূলত স্থানীয় ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘের ফলে। কিন্তু পুজোয় নিম্নচাপের ফলে বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলের জেলাগুলিতে।