Toto: টোটো নিয়ে পুজোর মুখে বড় খবর, তিন চাকার দাপাদাপির দিন শেষ! সরকার এমন সিদ্ধান্ত নিল, স্বস্তি সাধারণ মানুষের!

Last Updated:
Toto News- এত দিন পর্যন্ত টোটো থেকে কোনও রাজস্ব আসত না সরকারের ঘরে। নতুন নির্দেশিকা কার্যকর হলে প্রতি বছর এই যানের জন্য বার্ষিক কর নেওয়া হবে। ফলে রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
1/6
পুজোর মুখে টোটোচালকদের জন্য বড় খবর। এমনকী এই খবর জেনে রাখা ভাল টোটোযাত্রীদেরও। এমনিতেই বাংলার বিভিন্ন প্রান্তে টোটোর বিরুদ্ধে হাজারো অভিযোগ। আর তাই টোটো চলাচলে কিছুটা রাশ টানতে চাইছে প্রশাসন।
পুজোর মুখে টোটোচালকদের জন্য বড় খবর। এমনকী এই খবর জেনে রাখা ভাল টোটোযাত্রীদেরও। এমনিতেই বাংলার বিভিন্ন প্রান্তে টোটোর বিরুদ্ধে হাজারো অভিযোগ। আর তাই টোটো চলাচলে কিছুটা রাশ টানতে চাইছে প্রশাসন।
advertisement
2/6
পরিবহণ দফতর সূত্রে খবর, টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট, তাতে থাকবে কিউআর কোড।
পরিবহণ দফতর সূত্রে খবর, টোটো চালানোর জন্য জেলা স্তরে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি গাড়িকে দেওয়া হবে নির্দিষ্ট নম্বর প্লেট, তাতে থাকবে কিউআর কোড। এখন প্রশ্ন হল, সেই কিউআর কোড-এর কাজটা কী হবে!
advertisement
3/6
সেই কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যাবে নির্দিষ্ট রুটের টোটো অন্য রুটে ঢুকেছে কি না! এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে।
সেই কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যাবে নির্দিষ্ট রুটের টোটো অন্য রুটে ঢুকেছে কি না! এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে।
advertisement
4/6
এত দিন পর্যন্ত টোটো থেকে কোনও রাজস্ব আসত না সরকারের ঘরে। নতুন নির্দেশিকা কার্যকর হলে প্রতি বছর এই যানের জন্য বার্ষিক কর নেওয়া হবে। ফলে রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এত দিন পর্যন্ত টোটো থেকে কোনও রাজস্ব আসত না সরকারের ঘরে। নতুন নির্দেশিকা কার্যকর হলে প্রতি বছর এই যানের জন্য বার্ষিক কর নেওয়া হবে। ফলে রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
advertisement
5/6
প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসে রুট চিহ্নিত করা হবে। যে রুটে টোটোর সংখ্যা বেশি, সেখানে রোটেশন পদ্ধতিতে চালানোর ব্যবস্থা করা হবে বেআইনি টোটো বদলে নামানো হবে ই-রিকশা।
প্রতিটি পুরসভা ও পঞ্চায়েত ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসে রুট চিহ্নিত করা হবে। যে রুটে টোটোর সংখ্যা বেশি, সেখানে রোটেশন পদ্ধতিতে চালানোর ব্যবস্থা করা হবে বেআইনি টোটো বদলে নামানো হবে ই-রিকশা।
advertisement
6/6
বেআইনি টোটো বন্ধের জন্য কয়েক মাস ধরেই বিভিন্ন পদক্ষেপ করেছে সরকার। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় টোটো নিয়ে বহু অভিযোগ সাধারণ মানুষের। আর তাই টোটোর দাপাদাপি বন্ধ করতে আরও একবার সচেষ্ট প্রশাসন।
বেআইনি টোটো বন্ধের জন্য কয়েক মাস ধরেই বিভিন্ন পদক্ষেপ করেছে সরকার। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় টোটো নিয়ে বহু অভিযোগ সাধারণ মানুষের। আর তাই টোটোর দাপাদাপি বন্ধ করতে আরও একবার সচেষ্ট প্রশাসন।
advertisement
advertisement
advertisement