Weather Update: দুপুরে ঝাঁ চকচকে রোদ, ঠাণ্ডা হিমেল হাওয়া, ফেরার বেলা আবার শীতের কামড়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
মাঘের শুরুতেই শীতে আমেজ চেটেপুটে উপভোগ করছে দক্ষিণবঙ্গ , রইল আবহাওয়ার আপডেট!
শীতের দাপট পড়েছে দক্ষিণের জেলাগুলিতে। হাঁড় কাপানো শীতের অনুভূতি না হলেও যুবুথুবু গোটা দক্ষিণবঙ্গ। ফের আরও একবার শীতের প্রভাব বাড়ছে। তীব্র শীতের আমেজ রয়েছে দক্ষিণের পুরুলিয়া জেলাতে। মোটামুটি শীত অনুভব করছে দক্ষিণে। এদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। (<b>শর্মিষ্ঠা</b> <b>ব্যানার্জি)</b>
advertisement
advertisement
advertisement
সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে, সঙ্গে আকাশ পরিস্কার হতে দেখা যাচ্ছে। তবে আবহাওয়া টানা একই রকম থাকবে তা নয়। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পাবে শীত। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতজেলাগুলিতে ঘন কুয়াশার দাপট থাকবে বেশী। তবে আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গেও আবহাওয়ার হেরফের হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
advertisement
উত্তরবঙ্গেও বৃষ্টি হওয়ার কোনওসম্ভাবনা নেই আপাতত। শীতের প্রভাব থাকবে উত্তরে।তীব্র শীত গায়ে মেখে এতে নামে উপভোগ করছে গোটা দক্ষিণবঙ্গ। মকর সংক্রান্তির পর যেন শীত আরও জাকিয়ে বসেছে। মাঝেমধ্যে বাঁধা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তবে আপাতত চার থেকে পাঁচ দিন শীতে আমেজ চেটেপুটে উপভোগ করতে পারবে দক্ষিণবঙ্গ।