Low Pressure: ফের নিম্নচাপ, সাগর থেকে হু হু করে ঢুকবে প্রচুর জলীয় বাস্প! ১ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি রাজ্যের ৬ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া, কতদিন চলবে দুর্যোগ?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Low Pressure Rainfall and Thunderstorm: ফের তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে অব্যাহত বর্ষা।
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েক পশলা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়া জেলাতে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে।