বৃষ্টি থেমে গেল ভাবছেন? একেবারেই না! পুজোয় দুঃখ আছে কপালে? রইল আবহাওয়ার আপডেট
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Weather Update 2025 Durga Puja আকাশে পালাক্রমে দেখা মিলছে রোদ্দুর ও কালো মেঘের। কখনও সূর্যের আলো ঝলমল করছে, আবার মুহূর্তের মধ্যেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। জেনে নিন পুজোয় কেমন থাকবে আবহাওয়া!
মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা। এর প্রভাবে জলীয় বাষ্প বাড়বে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বাড়বে।
advertisement
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঁকুড়া জেলায় আগামী ১১ অগাস্ট হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১২ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
advertisement
পুরুলিয়া জেলার আবহাওয়াও প্রায় একই রকম থাকবে। ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পুরুলিয়াতেও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement







