আজ প্রেমের দিন। ভ্যালেন্টাইনস ডে। গোটা বিশ্ব আজ প্রেম, ভালোবাসা উদযাপন করছে। বাদ নেই এই বাংলাও। রাজ্যের আনাচে কানাচে সর্বত্রই আজ প্রেমের ছোঁয়া। রাজ্যের সমুদ্রনগরী দিঘাতেও আজ প্রেমের জোয়ার। প্রেম উদযাপন করতে ভিড় জমেছে কপোত কপোতীদের।
2/ 6
প্রেমের দিনে জমজমাট সৈকত শহর দিঘা! শীত উপক্ষা করেই সমুদ্রের ধারে জড়ো হয়েছেন প্রেমিক প্রেমিকারা। যেভাবে হোক এই দিনটিকে বিশেষ করে তুলতে উদ্যত তাঁরা। সমুদ্রের ধারেই তাই প্রেমের স্মরণীয় মুহূর্ত গড়ে তুলছেন তাঁরা।
3/ 6
দিঘার সৈকত থেকে অমরাবতী পার্ক কিংবা নির্জন ঝাউবনের বালিয়াড়ি। সর্বত্রই ভিড়েঠাসা পর্যটকেরই ছবি। আর সেই পর্যটকদের মধ্যে কপোত কপোতীই বেশি। সৈকতে ঘোরার পাশাপাশি, সি-বিচের বালিতে হৃদয়ের চিহ্নও আঁকতে ব্যস্ত প্রেমিক প্রেমিকারা।
4/ 6
প্রেমের চিহ্নর মাঝে বালিতেই নিজেদের নামও আঁকিবুকি করছেন যুগলরা। সমুদ্রের জল এসে ছুঁয়ে যাচ্ছে। এমন সব দৃশ্যই চোখে পড়েছে দিঘায়। দিঘার সর্বত্রই ভিড় জমিয়েছেন পর্যটক প্রেমিক-প্রেমিকারা। যেন জড়ো হয়েছেন প্রেম দিবসে একে অপরকে প্রেম নিবেদনের লক্ষ্যেই।
5/ 6
এক কথায়, আজকের এই বিশেষ দিনে দিঘার পুরোটাই যেন রঙে রঙিন হয়ে উঠেছে। রঙিন দিঘার পুরোটাই আজ প্রেমে জড়ানো। যেখানে আনন্দে মাতোয়ারা সব্বাই। যেন অনেক দিন পর দিঘা ফিরেছে তার পুরনো ছন্দে।
6/ 6
করোনার কোপে নির্জন হয়ে গিয়েছিল এই জমজমাট সমুদ্র নগরীও। প্রেম দিবসের হাত ধরেই দিঘা ফিরেছে আগের চেহারায়। সৈকতে প্রেমিক প্রেমিকার হাত ধরে ঘোরাঘুরি, খুনসুঁটি, বা মানুষের কোলাহল সুন্দরী দিঘাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে আগের মতো করেই।