Tribal Drums : একসময় দূর সঙ্কেত পাঠানোর অন্যতম হাতিয়ার ছিল এই বাদ্যযন্ত্র! ছবিতে দেখুন কীভাবে তৈরি হয়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Tribal Drums : এই যন্ত্রের ধ্বনি গম্ভীর। আদিবাসীরা একসময় রণবাদ্যে বা দূরাঞ্চলে সঙ্কেত পাঠানোর জন্য ব্যবহার করতেন। মূলত ছৌনাচ, ঝুমুরের সঙ্গে এই যন্ত্রের ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement
উৎসবের মরশুমের আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধামসা তৈরি। মাঝারি সাইজের ড্রামের পাত হলে দুটি ধামসার কাঠামো তৈরি করা হয়। এক একটি ড্রামের পাত চাকুলিয়া থেকে ১২০০ থেকে ১৫০০ টাকা দামে কিনে নেন শিল্পীরা। তারপর সেই পাত ভাল করে ঠুকে, কেটে তৈরি করা হয় কাঠামো। সেই কাঠামোগুলি ছাউনি তৈরি করে ধামসা বানিয়ে বিক্রি করা হয় হোলসেল বাজারে।
advertisement
advertisement