Train Service Stopped: সর্বনাশ কী করে অফিস যাব! টানা ১৯ দিন বন্ধ একাধিক ট্রেন, তালিকায় লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস

Last Updated:
Local Train Cancelled: টানা ১৯ দিন বন্ধ একাধিক ট্রেন, সমস্যায় সকলে
1/8
পশ্চিম মেদিনীপুর: এবার টানা ১৯ দিন ধরে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি নন ইন্টারলকিং এর কাজের জন্য টানা ১৯ দিন ধরে হাওড়া খড়গপুর শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস, মেল ট্রেনের পাশাপাশি বাতিল করা হয়েছে লোকাল ট্রেন।
পশ্চিম মেদিনীপুর: এবার টানা ১৯ দিন ধরে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় খড়গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং প্রি নন ইন্টারলকিং এর কাজের জন্য টানা ১৯ দিন ধরে হাওড়া খড়গপুর শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস, মেল ট্রেনের পাশাপাশি বাতিল করা হয়েছে লোকাল ট্রেন।
advertisement
2/8
স্বাভাবিকভাবে প্রায় অর্ধেক মাসেরও বেশি সময় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে যাত্রীরা। কয়েক মাস আগে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে তার তালিকা জানানো হয়। তবে আবার তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যায় ফের বিজ্ঞপ্তি জারি করে রেলওয়ে কর্তৃপক্ষ।
স্বাভাবিকভাবে প্রায় অর্ধেক মাসেরও বেশি সময় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে যাত্রীরা। কয়েক মাস আগে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে তার তালিকা জানানো হয়। তবে আবার তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যায় ফের বিজ্ঞপ্তি জারি করে রেলওয়ে কর্তৃপক্ষ।
advertisement
3/8
প্রতিদিন কম বেশি করে টানা ১৯ দিন হাওড়া-খড়্গপুর লাইনে বাতিল করা হয়েছে দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন।
প্রতিদিন কম বেশি করে টানা ১৯ দিন হাওড়া-খড়্গপুর লাইনে বাতিল করা হয়েছে দুই শতাধিক লোকাল ও একাধিক এক্সপ্রেস ট্রেন।
advertisement
4/8
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি - প্রি এনআই (প্রি নন-ইন্টারলকিং)-র কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন। আর সেজন্যই ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে ধাপে ধাপে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে। এমনই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল।
দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং প্রি - প্রি এনআই (প্রি নন-ইন্টারলকিং)-র কাজ চলবে আগামী ৩০ এপ্রিল থেকে ১৮ মে, টানা ১৯ দিন। আর সেজন্যই ৩০ এপ্রিল, বুধবার থেকে ১৮ মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে ধাপে ধাপে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন এবং প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে। এমনই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রেল।
advertisement
5/8
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেনের এবং লোকাল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
advertisement
6/8
এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়াও, ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে, ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এই সময়কালের মধ্যে ১২, ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
7/8
প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে। যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আবারও একবার এই প্রেস বিবৃতি দিয়ে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM)-র পক্ষ থেকে।প্রতিদিন ধাপে ধাপে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে, দেখে নিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ এপ্রিল- ৪টি, ১ মে- ৬টি, ২ মে- ৩টি, ৩ মে- ২১টি, ৫ মে- ৪টি, ৬ মে- ১টি, ৭ মে- ১৯টি, ৮ মে- ১টি, ৯ মে- ৬টি, ১০ মে- ৫টি, ১১ মে- ৩৬টি, ১২ , ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে।
প্রসঙ্গত, গত মার্চ মাসেই একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে। যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আবারও একবার এই প্রেস বিবৃতি দিয়ে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM)-র পক্ষ থেকে।প্রতিদিন ধাপে ধাপে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে, দেখে নিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ এপ্রিল- ৪টি, ১ মে- ৬টি, ২ মে- ৩টি, ৩ মে- ২১টি, ৫ মে- ৪টি, ৬ মে- ১টি, ৭ মে- ১৯টি, ৮ মে- ১টি, ৯ মে- ৬টি, ১০ মে- ৫টি, ১১ মে- ৩৬টি, ১২ , ১৩ ও ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে।
advertisement
8/8
অন্যদিকে ১৫ মে ও ১৬ মে- ৮টি করে লোকাল বাতিল করা হচ্ছেন। ১৭ মে- সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে। ১৮ মে- ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে। স্বাভাবিকভাবে বেশ সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। Input- Ranjan Chanda
অন্যদিকে ১৫ মে ও ১৬ মে- ৮টি করে লোকাল বাতিল করা হচ্ছেন। ১৭ মে- সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল করা হচ্ছে। ১৮ মে- ৩২টি লোকাল বাতিল করা হচ্ছে। স্বাভাবিকভাবে বেশ সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। Input- Ranjan Chanda
advertisement
advertisement
advertisement