Train Cancelled: রাত পোহালে ট্রেনে উঠছেন! রবিবার ছুটির দিনে কপালে বড় ভোগান্তি, জানুন বিস্তারিত

Last Updated:
indian railwaysTrain Cancelled: আপনার আছে নাকি রবিবার কোথাও বেরোনো
1/5
বীরভূম: রবিবার ছুটির দিনেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হবে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয় পূর্ব রেলের তরফ থেকে। মূলত যাত্রীদের সুবিধার্থে এবং রেলপথে আরও যাত্রা সুরক্ষিত এবং সহজতর করার জন্য সিউড়ি-কুনুরি এবং অন্ডাল-সাঁইথিয়া বিভাগের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।
বীরভূম: রবিবার ছুটির দিনেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হবে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয় পূর্ব রেলের তরফ থেকে। মূলত যাত্রীদের সুবিধার্থে এবং রেলপথে আরও যাত্রা সুরক্ষিত এবং সহজতর করার জন্য সিউড়ি-কুনুরি এবং অন্ডাল-সাঁইথিয়া বিভাগের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।
advertisement
2/5
পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সহজতর করার জন্য আগামী ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার) রেললাইনে বিদ্যুতের কাজ করবে।বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রেন নং ১৩০৪৬ (ময়ূরাক্ষী এক্সপ্রেস) ছাড়ার পর, সকাল ৬:৪৫ থেকে দুপুর ২:১৫ পর্যন্ত সিউড়ি ও কুনুরি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১১৪এ সেতুর পুনর্গঠন করা হবে।
পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সহজতর করার জন্য আগামী ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার) রেললাইনে বিদ্যুতের কাজ করবে।বিজ্ঞপ্তিতে বলা হয় ট্রেন নং ১৩০৪৬ (ময়ূরাক্ষী এক্সপ্রেস) ছাড়ার পর, সকাল ৬:৪৫ থেকে দুপুর ২:১৫ পর্যন্ত সিউড়ি ও কুনুরি স্টেশনের মধ্যে ডাউন লাইনে ১১৪এ সেতুর পুনর্গঠন করা হবে।
advertisement
3/5
একই সাথে, অন্ডাল-সাঁইথিয়া বিভাগে অবস্থিত সিউড়ি স্টেশনের পশ্চিম দিকে লেভেল ক্রসিং নং ২২/বি/টি-এর জায়গায় একটি রোড ওভার ব্রিজ (আরওবি) উদ্বোধন করা হবে। এই ব্লকটি ট্রেন নং ৬৩৫২৯ (অন্ডাল-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার) ছাড়ার পর থেকে সকাল ৭:১৫ টা থেকে দুপুর ১:১৫ টা পর্যন্ত কার্যকর থাকবে।
একই সাথে, অন্ডাল-সাঁইথিয়া বিভাগে অবস্থিত সিউড়ি স্টেশনের পশ্চিম দিকে লেভেল ক্রসিং নং ২২/বি/টি-এর জায়গায় একটি রোড ওভার ব্রিজ (আরওবি) উদ্বোধন করা হবে। এই ব্লকটি ট্রেন নং ৬৩৫২৯ (অন্ডাল-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার) ছাড়ার পর থেকে সকাল ৭:১৫ টা থেকে দুপুর ১:১৫ টা পর্যন্ত কার্যকর থাকবে।
advertisement
4/5
১৩ এপ্রিল ২০২৫ (রবিবার) বাতিল করা ট্রেনের তালিকাও প্রকাশ করা হয়।ট্রেন নং ৬৩৫৩১ (অন্ডাল-সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার)ট্রেন নং ৬৩৫৩৪ (সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার)ট্রেন নং ৬৩৫৩০ (রামপুরহাট-অন্ডাল মেমু প্যাসেঞ্জার)বাতিল করা হচ্ছে।
১৩ এপ্রিল ২০২৫ (রবিবার) বাতিল করা ট্রেনের তালিকাও প্রকাশ করা হয়।ট্রেন নং ৬৩৫৩১ (অন্ডাল-সাঁইথিয়া মেমু প্যাসেঞ্জার)ট্রেন নং ৬৩৫৩৪ (সাঁইথিয়া-অন্ডাল মেমু প্যাসেঞ্জার)ট্রেন নং ৬৩৫৩০ (রামপুরহাট-অন্ডাল মেমু প্যাসেঞ্জার)বাতিল করা হচ্ছে।
advertisement
5/5
মূলত আসানসোল ডিভিশনের যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং রেলওয়ে অবকাঠামো শক্তিশালী করার মূল লক্ষ্যের অংশ হিসেবে এই ব্লকগুলি করা হচ্ছে যাতে আরও দক্ষ এবং নির্ভরযোগ্য ও সহজতর ট্রেন পরিচালনা নিশ্চিত করা যায়। Input- Souvik Roy
মূলত আসানসোল ডিভিশনের যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং রেলওয়ে অবকাঠামো শক্তিশালী করার মূল লক্ষ্যের অংশ হিসেবে এই ব্লকগুলি করা হচ্ছে যাতে আরও দক্ষ এবং নির্ভরযোগ্য ও সহজতর ট্রেন পরিচালনা নিশ্চিত করা যায়। Input- Souvik Roy
advertisement
advertisement
advertisement