Sujata Mondal Wedding|| কপালে ধ্যাবড়ানো সিঁদুর-চন্দন, ফের বিয়ের পিঁড়িতে সুজাতা মণ্ডল, পাত্র কে জানেন?

Last Updated:
Sujata Mondal Wedding, Viral Video: কাকে বিয়ে করছেন সুজাতা? পাত্র কি রাজনীতির সঙ্গে যুক্ত কেউ নাকি অন্য পেশার কেউ?
1/8
*বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষ হয়েছে ১৬ জানুয়ারি। আইনি কাগজও হাতে পেয়েছেন। আর তারপরেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুজাতা মণ্ডল। ছবিঃ ফেসবুক। 
*বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিবাহবিচ্ছেদের মামলা শেষ হয়েছে ১৬ জানুয়ারি। আইনি কাগজও হাতে পেয়েছেন। আর তারপরেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুজাতা মণ্ডল। ছবিঃ ফেসবুক। 
advertisement
2/8
*মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সুজাতা। সেখানে তাঁকে কনের সাজে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ছবিঃ ফেসবুক। 
*মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সুজাতা। সেখানে তাঁকে কনের সাজে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ছবিঃ ফেসবুক। 
advertisement
3/8
*চওড়া সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা। দানের সিঁদুরের মতো, সিঁথির সিঁদুর ছড়িয়েছে নাকে। এমনই সাজে গানের সঙ্গে ছন্দ মিলিয়ে রিলস বানিয়েছেন। সেই ভিডিওই শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিঃ ফেসবুক।
*চওড়া সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা। দানের সিঁদুরের মতো, সিঁথির সিঁদুর ছড়িয়েছে নাকে। এমনই সাজে গানের সঙ্গে ছন্দ মিলিয়ে রিলস বানিয়েছেন। সেই ভিডিওই শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিঃ ফেসবুক।
advertisement
4/8
*এ দিনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন, কাকে বিয়ে করছেন সুজাতা? পাত্র কি রাজনীতির সঙ্গে জুক্ত কেউ নাকি অন্য পেশার কেউ? যদিও পাত্রের পরিচয় আপাতত গোপনই রাখতে চাইছেন সুজাতা। ছবিঃ ফেসবুক। 
*এ দিনের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন, কাকে বিয়ে করছেন সুজাতা? পাত্র কি রাজনীতির সঙ্গে জুক্ত কেউ নাকি অন্য পেশার কেউ? যদিও পাত্রের পরিচয় আপাতত গোপনই রাখতে চাইছেন সুজাতা। ছবিঃ ফেসবুক। 
advertisement
5/8
*এ দিন একটি বাংলা সংবাদ মাধ্যমে সুজাতা জানিয়েছেন, সিঁদুর পরা ভিডিও দিলেও এখনও বিয়ে করেননি। তবে সত্যিই তিনি বিয়ে করবেন। তবে সে বিষয়ে জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ছবিঃ ফেসবুক। 
*এ দিন একটি বাংলা সংবাদ মাধ্যমে সুজাতা জানিয়েছেন, সিঁদুর পরা ভিডিও দিলেও এখনও বিয়ে করেননি। তবে সত্যিই তিনি বিয়ে করবেন। তবে সে বিষয়ে জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ছবিঃ ফেসবুক। 
advertisement
6/8
*পাত্র কে? রাজনীতির মানুষ নাকি রাজনীতি বাইরে? এ প্রসঙ্গে জানিয়েছেন, কয়েকটা দিন পরেই সব জানাবেন তিনি। তবে তিনি রাজনীতির মানুষ নন। ছবিঃ ফেসবুক। 
*পাত্র কে? রাজনীতির মানুষ নাকি রাজনীতি বাইরে? এ প্রসঙ্গে জানিয়েছেন, কয়েকটা দিন পরেই সব জানাবেন তিনি। তবে তিনি রাজনীতির মানুষ নন। ছবিঃ ফেসবুক। 
advertisement
7/8
প্রসঙ্গত, সৌমিত্রের সঙ্গে সুজাতার বিয়ে হয় ২০১৬ সালের ১ জুলাই। ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন সুজাতা। সেদিনই সৌমিত্র খাঁ সুজাতার সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানান।এর পরেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রীর সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্কচ্ছেদের আবেদন জানান। ছবিঃ ফেসবুক। 
প্রসঙ্গত, সৌমিত্রের সঙ্গে সুজাতার বিয়ে হয় ২০১৬ সালের ১ জুলাই। ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন সুজাতা। সেদিনই সৌমিত্র খাঁ সুজাতার সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানান।এর পরেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রীর সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্কচ্ছেদের আবেদন জানান। ছবিঃ ফেসবুক। 
advertisement
8/8
*সেই মামলা শেষ হয়েছে জানুয়ারি মাসে। এখন তাই ফের বিয়ের পরিকল্পনায় ব্যস্ত সুজাতা মণ্ডল। তবে এ বার কাকে বিয়ে করছেন, তা এখনও খোলসা করেননি। ছবিঃ ফেসবুক।
*সেই মামলা শেষ হয়েছে জানুয়ারি মাসে। এখন তাই ফের বিয়ের পরিকল্পনায় ব্যস্ত সুজাতা মণ্ডল। তবে এ বার কাকে বিয়ে করছেন, তা এখনও খোলসা করেননি। ছবিঃ ফেসবুক।
advertisement
advertisement
advertisement