Digha News: এ কী কাণ্ড ঘটে গেল দিঘায়! কার দেখা মিলল! দূরদূর থেকে ছুটে এল মানুষ

Last Updated:
Digha News: প্রায় ১১ হাজার টাকা কিলো দরে নিলাম হলো তিনটি মাছ। তিনটি মাছের ওজন ৪০ কেজি,সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হলো। দিঘার মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে।
1/5
প্রায় ১১ হাজার টাকা কিলো দরে নিলাম হলো তিনটি মাছ। তিনটি মাছের ওজন ৪০ কেজি, সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হলো।
প্রায় ১১ হাজার টাকা কিলো দরে নিলাম হলো তিনটি মাছ। তিনটি মাছের ওজন ৪০ কেজি, সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হলো।
advertisement
2/5
দিঘার মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিলাম কেন্দ্রে মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।
দিঘার মোহনায় মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। নিলাম কেন্দ্রে মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দিঘা মোহনায়।
advertisement
3/5
গভীর সমুদ্রে পাওয়া যায়। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দামি ওষুধ তৈরির কাজে লাগে।
গভীর সমুদ্রে পাওয়া যায়। মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দামি ওষুধ তৈরির কাজে লাগে।
advertisement
4/5
এছাড়াও এই মাছ  বিদেশেও রপ্তানি হয়। এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়। এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।
advertisement
5/5
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।
তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দিঘার পর্যটকেরাও।
advertisement
advertisement
advertisement