নহি দেবী, নহি সামান্যা নারী... ক্যারাটে থেকে ফুটবল, বাঁকুড়ার এই ছয় নারীর গল্প শুনলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:
সরকারি স্কুলের শিক্ষিকা তিনি। শিক্ষকতা করার পাশাপাশি সংসার সামলান মুন্না পাল বাসুলি। এর পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বডি বিল্ডার। বডি বিল্ডার এই শিক্ষিকা বিগত তিন থেকে চার বছর ধরে করছেন শরীর চর্চা।
1/6
কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। বাঁকুড়ার এই ছয় মহিলা এমন কিছু করে দেখাচ্ছেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস। প্রায় ৩৫ বছর ক্যারেটের সঙ্গে যুক্ত আছেন এই মহিলা কাউন্সিলর। ভাববেন না যে শখে ক্যারাটে করেন তিনি। ব্ল্যাক বেল্ট (থার্ড ডান) ইতু দাস ৪৯ বছর বয়সেও আত্মরক্ষার্থে ৬৫ জনকে ক্যারাটে প্রশিক্ষণ দেন।
কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। বাঁকুড়ার এই ছয় মহিলা এমন কিছু করে দেখাচ্ছেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতু দাস। প্রায় ৩৫ বছর ক্যারেটের সঙ্গে যুক্ত আছেন এই মহিলা কাউন্সিলর। ভাববেন না যে শখে ক্যারাটে করেন তিনি। ব্ল্যাক বেল্ট (থার্ড ডান) ইতু দাস ৪৯ বছর বয়সেও আত্মরক্ষার্থে ৬৫ জনকে ক্যারাটে প্রশিক্ষণ দেন।
advertisement
2/6
ছেলেকে পড়ানোর জন্য, ধরেছিলেন টোটোর হ্যান্ডেল, জেলা পরিষদের অফিস থেকে আজ ৫৮বছর বয়সি সুচিত্রা। তিনি জানান,
ছেলেকে পড়ানোর জন্য, ধরেছিলেন টোটোর হ্যান্ডেল, জেলা পরিষদের অফিস থেকে আজ ৫৮বছর বয়সি সুচিত্রা। তিনি জানান, "কেউ কারও নয়। আমি না থাকলে আমাকে কেউ দেখবে না। আর চুপ করে ঘরে বসে থাকলে অন্য সংস্থান হবে না। যতদিন গায়ের জোর থাকবে কাজ করব।"
advertisement
3/6
ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলাটা হয়ে ওঠেনি। অধরা থেকে যায় ফুটবল খেলার স্বপ্ন। তবে এবার নিজের মেয়ে-সহ এলাকার অন্য আদিবাসী মেয়েদের ফুটবলের কোচিং দিয়ে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাঁকুড়ার ছাতনার দুমদুমির ভারতী মুদি। তাঁর প্রশিক্ষণ শিবির থেকে এখন বাঁকুড়ার মেয়েরা রাজ্যস্তর থেকে যাচ্ছে জাতীয় স্তরেও খেলতে। কোনও পারিশ্রমিক ছাড়াই ২০০৯ সালে শুরু হয় ভারতী মুদির ফুটবল প্রশিক্ষণ শিবির।
ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মেয়ে হয়ে ফুটবল খেলাটা হয়ে ওঠেনি। অধরা থেকে যায় ফুটবল খেলার স্বপ্ন। তবে এবার নিজের মেয়ে-সহ এলাকার অন্য আদিবাসী মেয়েদের ফুটবলের কোচিং দিয়ে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাঁকুড়ার ছাতনার দুমদুমির ভারতী মুদি। তাঁর প্রশিক্ষণ শিবির থেকে এখন বাঁকুড়ার মেয়েরা রাজ্যস্তর থেকে যাচ্ছে জাতীয় স্তরেও খেলতে। কোনও পারিশ্রমিক ছাড়াই ২০০৯ সালে শুরু হয় ভারতী মুদির ফুটবল প্রশিক্ষণ শিবির।
advertisement
4/6
পৃথিবীর সর্বোচ্চ Motorable Pass যার উচ্চতা ১৯০২৪ ফুট। যেখানে আজ পর্যন্ত বাইক নিয়ে কোনও মহিলা যেতে পারেননি। সেই কাজ করে দেখিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ সুনীতা বাগদি। পেশায় চিকিৎসক হলেও, নেশায় তিনি একজন মোটরসাইকেল রাইডার। করে দেখিয়েছেন অসম্ভব দুঃসাহসিক এক কাজ।
পৃথিবীর সর্বোচ্চ Motorable Pass যার উচ্চতা ১৯০২৪ ফুট। যেখানে আজ পর্যন্ত বাইক নিয়ে কোনও মহিলা যেতে পারেননি। সেই কাজ করে দেখিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ সুনীতা বাগদি। পেশায় চিকিৎসক হলেও, নেশায় তিনি একজন মোটরসাইকেল রাইডার। করে দেখিয়েছেন অসম্ভব দুঃসাহসিক এক কাজ।
advertisement
5/6
সরকারি স্কুলের শিক্ষিকা তিনি, শিক্ষকতা করার পাশাপাশি সংসার সামলান মুন্না পাল বাসুলি। এর পাশাপাশি শিক্ষিকার আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বডি বিল্ডার। বডি বিল্ডার এই শিক্ষিকা বিগত তিন থেকে চার বছর ধরে করছেন শরীর চর্চা। এছাড়াও স্কুটি নিয়ে সাম্প্রতিক শিক্ষিকা পৌঁছে গিয়েছিলেন
সরকারি স্কুলের শিক্ষিকা তিনি। শিক্ষকতা করার পাশাপাশি সংসার সামলান মুন্না পাল বাসুলি। এর পাশাপাশি আরও একটি পরিচয় রয়েছে, তিনি একজন বডি বিল্ডার। বডি বিল্ডার এই শিক্ষিকা বিগত তিন থেকে চার বছর ধরে করছেন শরীর চর্চা।
advertisement
6/6
বর্তমানে বাঁকুড়ার স্থায়ী অধিবাসিনী বাঁকুড়ার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।সাক্ষর করার কাজ শুরু,নতুন পটশিল্পী তৈরি করা, শিশু ও মহিলাদের পট আঁকার কাজে এগিয়ে আনা,বাঁকুড়া বই মেলার সহযোগিতায়, পটুয়াদের স্টল, সেমিনার, পটচিত্র মেমেন্ট তৈরির অর্ডার সরবরাহ,সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে ও অর্থ সহায়তায়, দুই দুই বার গুরুসদয় মিউজিয়াম ওয়ার্কশপে পাঠানো,বাঁকুড়া ইউনিভার্সিটির অভিব্যাক্তি ক্যাম্পাসে ওয়ার্কশপে নিয়ে যাওয়া।
বর্তমানে বাঁকুড়ার স্থায়ী অধিবাসিনী বাঁকুড়ার লোকশিল্প, হস্তশিল্প ও লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন। লুপ্তপ্রায় শিল্প বাঁকুড়া পটচিত্র শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য ও দুঃস্থ শিল্পীদের স্বার্থে লড়াই চালিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
advertisement