Kalyani Expressway: দিনের আলোয় বা রাতের অন্ধকারে, ঝাঁ চকচকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যা হচ্ছে..., যাওয়ার আগে সাবধান!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Kalyani Expressway: সম্প্রসারণের ফলে ঝাঁ চকচকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেড়েছে গতি, তবে পাল্লা দিয়ে বেড়েছে জীবনের ঝুঁকিও৷
advertisement
advertisement
advertisement
যদিও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা থাকলেও সেই সীমা অতিক্রান্ত হয়েছে আগেই, তবে মনে করা হচ্ছে নতুন বছরেই পুরো দমে চালু হতে পারে সোদপুর থেকে কাঁপা পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা। এখন এই ঝাঁ চকচকে রাস্তার বহু জায়গায় চলছে গ্রিল রং করা ও বাতি স্তম্ভ লাগানোর কাজ। যদিও সোদপুর মুড়াগাছা মোড় উড়ালপুলের কাজ এখনও বাকি। সেখান দিয়ে যাওয়া জলের লাইন সরিয়ে পুনরায় কাজ করতে সময় লেগেছে বেশ অনেকটাই।
advertisement
তবে বর্তমানে যান চলাচলের ক্ষেত্রে যে সমস্যাটি মারাত্মক আকার ধারণ করেছে তা হল, কাঁপা, সাহেব কলোনির মোড়, পানপুর, ওয়্যারলেস মোড়, দোপেড়িয়া মোড়ের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিং গুলিতে যানবাহনের টার্ন নেওয়ার নির্দিষ্ট সঙ্কেত গুলি এখনও ঠিক ভাবে দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে সেই চিহ্নগুলিও বোঝা যাচ্ছেনা বলেও দাবি যান চালকদের। এর ফলেই প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
advertisement