Basirhat: ইছামতীর তীরে সাহিত্যিক বিভূতিভূষণের স্মৃতিভূমি দুষ্কৃতীদের আস্তানা! সংস্কার চাইছে পরিবার
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Basirhat: ইছামতি নদীর তীরে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল বাসর, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল-সহ একাধিক কালজয়ী উপন্যাস। তাঁর বাড়ির পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ, যার ছায়ায় সৃষ্টি হয়েছে বিশ্ববন্দিত সাহিত্য।
*বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এখানেই রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। যে বাড়িতে একসময় বসেছিল তাঁর বিয়ের আসর ও বকুলবাসর। দীর্ঘদিন ধরে সাহিত্যিকের স্মৃতিকে ঘিরে গ্রামজুড়ে ছিল ঐতিহ্য আর গর্ব।
advertisement
*ইছামতি নদীর তীরে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল বাসর, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক কালজয়ী উপন্যাস। তাঁর বাড়ির পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ, যার ছায়ায় সৃষ্টি হয়েছে বিশ্ববন্দিত সাহিত্য। শুধু তাই নয়, গ্রামে রয়েছে বিভূতিভূষণ নামাঙ্কিত পাঠাগার, লাইব্রেরি, স্কুল, ধুনির ঘর ও দুর্গামণ্ডপ। সাহিত্যিকের স্মৃতিরক্ষায় একসময় রাজ্য সরকারের হেরিটেজ বিভাগ থেকেও অর্থ বরাদ্দ করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









