Basirhat: ইছামতীর তীরে সাহিত্যিক বিভূতিভূষণের স্মৃতিভূমি দুষ্কৃতীদের আস্তানা! সংস্কার চাইছে পরিবার

Last Updated:
Basirhat: ইছামতি নদীর তীরে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল বাসর, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল-সহ একাধিক কালজয়ী উপন্যাস। তাঁর বাড়ির পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ, যার ছায়ায় সৃষ্টি হয়েছে বিশ্ববন্দিত সাহিত্য। 
1/7
*বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এখানেই রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। যে বাড়িতে একসময় বসেছিল তাঁর বিয়ের আসর ও বকুলবাসর। দীর্ঘদিন ধরে সাহিত্যিকের স্মৃতিকে ঘিরে গ্রামজুড়ে ছিল ঐতিহ্য আর গর্ব।
*বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম পানিতর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এখানেই রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়ি। যে বাড়িতে একসময় বসেছিল তাঁর বিয়ের আসর ও বকুলবাসর। দীর্ঘদিন ধরে সাহিত্যিকের স্মৃতিকে ঘিরে গ্রামজুড়ে ছিল ঐতিহ্য আর গর্ব।
advertisement
2/7
*ইছামতি নদীর তীরে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল বাসর, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল-সহ একাধিক কালজয়ী উপন্যাস। তাঁর বাড়ির পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ, যার ছায়ায় সৃষ্টি হয়েছে বিশ্ববন্দিত সাহিত্য। শুধু তাই নয়, গ্রামে রয়েছে বিভূতিভূষণ নামাঙ্কিত পাঠাগার, লাইব্রেরি, স্কুল, ধুনির ঘর ও দুর্গামণ্ডপ। সাহিত্যিকের স্মৃতিরক্ষায় একসময় রাজ্য সরকারের হেরিটেজ বিভাগ থেকেও অর্থ বরাদ্দ করা হয়েছিল।
*ইছামতি নদীর তীরে বসে বিভূতিভূষণ লিখেছিলেন বকুল বাসর, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল সহ একাধিক কালজয়ী উপন্যাস। তাঁর বাড়ির পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেই বকুল গাছ, যার ছায়ায় সৃষ্টি হয়েছে বিশ্ববন্দিত সাহিত্য। শুধু তাই নয়, গ্রামে রয়েছে বিভূতিভূষণ নামাঙ্কিত পাঠাগার, লাইব্রেরি, স্কুল, ধুনির ঘর ও দুর্গামণ্ডপ। সাহিত্যিকের স্মৃতিরক্ষায় একসময় রাজ্য সরকারের হেরিটেজ বিভাগ থেকেও অর্থ বরাদ্দ করা হয়েছিল।
advertisement
3/7
*প্রথমদিকে সেই বরাদ্দ টাকায় কিছুটা সংস্কারের কাজ হয়েছিল। কয়েক বছর ধরে তাঁর জন্মদিনে পালিত হয়েছে নানা অনুষ্ঠানও। পর্যটকের আনাগোনায় প্রাণবন্ত ছিল গ্রাম। কিন্তু ধীরে ধীরে সব থেমে গিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী বাড়ি ও পাঠাগার অবহেলার অন্ধকারে ডুবে গিয়েছে।
*প্রথমদিকে সেই বরাদ্দ টাকায় কিছুটা সংস্কারের কাজ হয়েছিল। কয়েক বছর ধরে তাঁর জন্মদিনে পালিত হয়েছে নানা অনুষ্ঠানও। পর্যটকের আনাগোনায় প্রাণবন্ত ছিল গ্রাম। কিন্তু ধীরে ধীরে সব থেমে গিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী বাড়ি ও পাঠাগার অবহেলার অন্ধকারে ডুবে গিয়েছে।
advertisement
4/7
*গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই বাড়িতে বসে দুই দেশের দুষ্কৃতীদের আসর। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ভগ্নপ্রায় পাঠাগারের মেঝেতে আজ সাহিত্যিকের লেখা বই পড়ে আছে জলে ভিজে, অবহেলায় নষ্ট হচ্ছে অমূল্য ধন। এমনকি পাঠাগারের ভেতরেই গজিয়ে উঠেছে পোস্ট অফিস।
*গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই বাড়িতে বসে দুই দেশের দুষ্কৃতীদের আসর। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। ভগ্নপ্রায় পাঠাগারের মেঝেতে আজ সাহিত্যিকের লেখা বই পড়ে আছে জলে ভিজে, অবহেলায় নষ্ট হচ্ছে অমূল্য ধন। এমনকি পাঠাগারের ভেতরেই গজিয়ে উঠেছে পোস্ট অফিস।
advertisement
5/7
*সাহিত্যিকের আত্মীয় বঙ্কিম মুখার্জির দাবি, “প্রথমে কিছুটা কাজ হলেও পরে আর কিছুই এগোয়নি। বিভূতিভূষণের পরিবারের কাউকে কমিটিতে রাখা হয়নি, তাই পুরো কাজেই অনিয়ম হয়েছে।” তিনি চান, দ্রুত সংস্কার করে দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করা হোক সাহিত্যিকের স্মৃতিভূমি।
*সাহিত্যিকের আত্মীয় বঙ্কিম মুখার্জির দাবি, “প্রথমে কিছুটা কাজ হলেও পরে আর কিছুই এগোয়নি। বিভূতিভূষণের পরিবারের কাউকে কমিটিতে রাখা হয়নি, তাই পুরো কাজেই অনিয়ম হয়েছে।” তিনি চান, দ্রুত সংস্কার করে দুষ্কৃতীদের হাত থেকে মুক্ত করা হোক সাহিত্যিকের স্মৃতিভূমি।
advertisement
6/7
*গ্রামের প্রবীণ বাসিন্দাদের কথায়, একসময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন এই বাড়ি দেখতে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সব ধীরে ধীরে বন্ধ হয়েছে। তাঁরা চান সরকার আবার উদ্যোগ নিক, নতুন করে সংস্কার হোক, যাতে আগামী প্রজন্মের কাছে সাহিত্যিকের স্মৃতিটুকু বেঁচে থাকে।
*গ্রামের প্রবীণ বাসিন্দাদের কথায়, একসময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন এই বাড়ি দেখতে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সব ধীরে ধীরে বন্ধ হয়েছে। তাঁরা চান সরকার আবার উদ্যোগ নিক, নতুন করে সংস্কার হোক, যাতে আগামী প্রজন্মের কাছে সাহিত্যিকের স্মৃতিটুকু বেঁচে থাকে।
advertisement
7/7
*পুরো বিষয়ে বসিরহাট ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জি জানান, “কিছু অর্থ বরাদ্দ হয়েছিল এবং কিছু কাজও হয়েছে। তবে দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।” তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি জেলা শাসকের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
*পুরো বিষয়ে বসিরহাট ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল ব্যানার্জি জানান, “কিছু অর্থ বরাদ্দ হয়েছিল এবং কিছু কাজও হয়েছে। তবে দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।” তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টি জেলা শাসকের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
advertisement