Swami Vivekananda collection: স্বামী বিবেকানন্দের জীবনী ফুটে উঠেছে ২০ টাকার নোটে! অভিনব কালেকশন মুগ্ধ স্বয়ং বেলুর মঠের মহারাজও

Last Updated:
Swami Vivekananda collection: স্বামী বিবেকানন্দের ১২৩ তম তিরোধান দিবস অভিনব প্রদর্শনীর মাধ্যমে পালিত হল মাখলা হাই স্কুলে।
1/5
স্বামী বিবেকানন্দের ১২৩ তম তিরোধান দিবস অভিনব প্রদর্শনীর মাধ্যমে পালিত হলো মাখলা হাই স্কুলে। বিশেষ প্রদর্শনী হিসাবে ছিল ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের দিন সূচক জীবন পঞ্জি। আর এমন অভিনব প্রদর্শনীর সাক্ষী থাকতে পেরে একটা আলাদা অনুভুতি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে।
স্বামী বিবেকানন্দের ১২৩ তম তিরোধান দিবস অভিনব প্রদর্শনীর মাধ্যমে পালিত হল মাখলা হাই স্কুলে। বিশেষ প্রদর্শনী হিসাবে ছিল ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের দিন সূচক জীবন পঞ্জি। আর এমন অভিনব প্রদর্শনীর সাক্ষী থাকতে পেরে একটা আলাদা অনুভুতি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে।
advertisement
2/5
এই বিশেষ প্রদর্শনী যার জন্য সম্ভব হয়েছে তিনি বিশিষ্ট সংগ্রাহক ও গবেষক বাসুদেব গঙ্গোপাধ্যায়।বছর ৮৭ এর বাসুদেব বাবুর সংগ্রহশালা যেনো এদিন আলাদাই মাত্রা এনো। দিলো এদিনের কর্মসূচিতে।এমনকি টাকার উপর জীবন পঞ্জী দেখে অবাক স্বয়ং বেলুর মঠের মহারাজ স্বামী বিদ্যামৃতানন্দ মহারাজ স্বয়ং
এই বিশেষ প্রদর্শনী যার জন্য সম্ভব হয়েছে তিনি বিশিষ্ট সংগ্রাহক ও গবেষক বাসুদেব গঙ্গোপাধ্যায়। বছর ৮৭ এর বাসুদেব বাবুর সংগ্রহশালা যেন এদিন আলাদাই মাত্রা এনে দিল এদিনের কর্মসূচিতে। এমনকি টাকার উপর জীবন পঞ্জী দেখে অবাক স্বয়ং বেলুর মঠের মহারাজ স্বামী বিদ্যামৃতানন্দ মহারাজ স্বয়ং।
advertisement
3/5
ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের জীবনী তুলে ধরেছেন বাসুদেব বাবু। আর শুধু টাকাই নয় তার সংগ্রহে রয়েছে মনিষীদের ছবি দেওয়া বিশেষ মুদ্রা বা কয়েন। আর সাথে দেশলাই বাক্সের মধ্যে ফুটিয়ে তোলা সমস্ত মনিষীদের ছবি।আর এদিন স্কুলে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় জমেছিল অনেক
ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের জীবনী তুলে ধরেছেন বাসুদেব বাবু। আর শুধু টাকাই নয় তার সংগ্রহে রয়েছে মনিষীদের ছবি দেওয়া বিশেষ মুদ্রা বা কয়েন। আর সঙ্গে দেশলাই বাক্সের মধ্যে ফুটিয়ে তোলা সমস্ত মনিষীদের ছবি।আর এদিন স্কুলে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় জমেছিল অনেক
advertisement
4/5
টাকার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু অবধি বিশেষ বিশেষ দিন তুলে ধরা হয়েছে।তার মধ্যে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস,স্বামীজির বিদেশে গিয়ে বক্তব্য রাখা,ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে স্বামীজির বিশেষ বিশেষ মুহূর্ত,মা সারদা মনির কাছে ভোজ খাওয়া,ভগিনী নিবেদিতার দীক্ষা,স্বামীজির ভগিনী নিবেদিতার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একসাথে চা পানের দিন থেকে শুরু করে মৃত্যুর দিন অবধি বিশেষ বিশেষ মুহূর্ত ফুটে উঠেছে ভারতীয় কুড়ি টাকার নোটের মধ্যে দিয়ে।
টাকার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু অবধি বিশেষ বিশেষ দিন তুলে ধরা হয়েছে। তার মধ্যে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস, স্বামীজির বিদেশে গিয়ে বক্তব্য রাখা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে স্বামীজির বিশেষ বিশেষ মুহূর্ত, মা সারদা মনির কাছে ভোজ খাওয়া,ভগিনী নিবেদিতার দীক্ষা, স্বামীজির ভগিনী নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একসঙ্গে চা পানের দিন থেকে শুরু করে মৃত্যুর দিন অবধি বিশেষ বিশেষ মুহূর্ত ফুটে উঠেছে ভারতীয় কুড়ি টাকার নোটের মধ্যে দিয়ে।
advertisement
5/5
টাকার যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বর মেলানো হয়েছে স্বামীজির জীবনীর বিশেষ বিশেষ দিনের সাথে।স্বামীজির জীবনের বিশেষ দিনের দিন মাস ও সাল এই হিসাব করে টাকার সিরিয়ালের ছয়টা সংখ্যা মেলানো হয়েছে।আর বাসুদেব বাবু এই নোট ও কয়েক সংগ্রহ করেছেন আরবিআই ও বিভিন্ন ব্যক্তিদের থেকেই।
টাকার যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বর মেলানো হয়েছে স্বামীজির জীবনীর বিশেষ বিশেষ দিনের সঙ্গে।স্বামীজির জীবনের বিশেষ দিনের দিন মাস ও সাল এই হিসাব করে টাকার সিরিয়ালের ছয়টা সংখ্যা মেলানো হয়েছে। আর বাসুদেব বাবু এই নোট ও কয়েক সংগ্রহ করেছেন আরবিআই ও বিভিন্ন ব্যক্তিদের থেকেই।
advertisement
advertisement
advertisement