Swami Vivekananda collection: স্বামী বিবেকানন্দের জীবনী ফুটে উঠেছে ২০ টাকার নোটে! অভিনব কালেকশন মুগ্ধ স্বয়ং বেলুর মঠের মহারাজও
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Swami Vivekananda collection: স্বামী বিবেকানন্দের ১২৩ তম তিরোধান দিবস অভিনব প্রদর্শনীর মাধ্যমে পালিত হল মাখলা হাই স্কুলে।
advertisement
advertisement
ভারতীয় টাকায় স্বামী বিবেকানন্দের জীবনী তুলে ধরেছেন বাসুদেব বাবু। আর শুধু টাকাই নয় তার সংগ্রহে রয়েছে মনিষীদের ছবি দেওয়া বিশেষ মুদ্রা বা কয়েন। আর সঙ্গে দেশলাই বাক্সের মধ্যে ফুটিয়ে তোলা সমস্ত মনিষীদের ছবি।আর এদিন স্কুলে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে ভিড় জমেছিল অনেক
advertisement
টাকার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম থেকে মৃত্যু অবধি বিশেষ বিশেষ দিন তুলে ধরা হয়েছে। তার মধ্যে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস, স্বামীজির বিদেশে গিয়ে বক্তব্য রাখা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে স্বামীজির বিশেষ বিশেষ মুহূর্ত, মা সারদা মনির কাছে ভোজ খাওয়া,ভগিনী নিবেদিতার দীক্ষা, স্বামীজির ভগিনী নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একসঙ্গে চা পানের দিন থেকে শুরু করে মৃত্যুর দিন অবধি বিশেষ বিশেষ মুহূর্ত ফুটে উঠেছে ভারতীয় কুড়ি টাকার নোটের মধ্যে দিয়ে।
advertisement









