Nadia News: ফুলিয়ার টাঙ্গাইল পেল জিআই ট্যাগ, এই শাড়ির দাম কত জানেন?

Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জিআই ট্যাগ পেল ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি। এতে খুশি সেখানকার শাড়ি তৈরির কারিগর থেকে ব্যবসায়ী সকলে
1/6
সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি, দেখে নিন সেই শাড়িগুলি এবং জানুন তার দাম। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি, দেখে নিন সেই শাড়িগুলি এবং জানুন তার দাম। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নদিয়ার ফুলিয়াতে পাওয়া যায় আসল টাঙ্গাইল ও গরদের শাড়ি, যা সম্পূর্ণ হাতে বোনা তাঁতে তৈরি করা হয় ফুলিয়াতেই।
নদিয়ার ফুলিয়াতে পাওয়া যায় আসল টাঙ্গাইল ও গরদের শাড়ি, যা সম্পূর্ণ হাতে বোনা তাঁতে তৈরি করা হয় ফুলিয়াতেই।
advertisement
3/6
খুচরো বিক্রির ক্ষেত্রে টাঙ্গাইল শাড়ির দাম সাড়ে ৭০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে সাধারণত হয়ে থাকে। ফুলিয়ার প্রতিটা শাড়ির দোকানে মোটামুটি একই দাম ধার্য করা হয়ে থাকে।
খুচরো বিক্রির ক্ষেত্রে টাঙ্গাইল শাড়ির দাম সাড়ে ৭০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে সাধারণত হয়ে থাকে। ফুলিয়ার প্রতিটা শাড়ির দোকানে মোটামুটি একই দাম ধার্য করা হয়ে থাকে।
advertisement
4/6
ফুলিয়ার চটকাতলা মোড়ে একটি অভিজাত শাড়ির দোকানে রয়েছে একাধিক টাঙ্গাইল শাড়ির সম্ভার!
ফুলিয়ার চটকাতলা মোড়ে একটি অভিজাত শাড়ির দোকানে রয়েছে একাধিক টাঙ্গাইল শাড়ির সম্ভার!
advertisement
5/6
টাঙ্গাইল, গরদ, ঢাকাই জামদানি ইত্যাদি বিভিন্ন রকমের হ্যান্ডলুম তাঁতের শাড়ি পাওয়া যায় ফুলিয়ার ছোট-বড় সব দোকানে।
টাঙ্গাইল, গরদ, ঢাকাই জামদানি ইত্যাদি বিভিন্ন রকমের হ্যান্ডলুম তাঁতের শাড়ি পাওয়া যায় ফুলিয়ার ছোট-বড় সব দোকানে।
advertisement
6/6
আসল এবং খাঁটি টাঙ্গাইল ও ঢাকাই জামদানি শাড়ি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে নদিয়ার ফুলিয়াতে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
আসল এবং খাঁটি টাঙ্গাইল ও ঢাকাই জামদানি শাড়ি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে নদিয়ার ফুলিয়াতে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
advertisement
advertisement