Indian Railways AC Local: অপেক্ষার অবসান, চলতি মাসেই যাত্রী নিয়ে দৌড়বে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল! কবে যাত্রা শুরু, কত ভাড়া? জানুন এক ক্লিকে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Sealdah Ranaghat AC Local: ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ট্রেন। এছাড়াও মেট্রোরেলের মতোই একটি কোচ থেকে অন্য কোচে যাওয়ার সুবিধা থাকবে, ট্রেনটি ১১২৬ সিটের। প্রত্যেক সিটে বসতে পারবেন তিনজন প্যাসেঞ্জার।
*অবশেষে হয়তো অপেক্ষার অবসান হতে চলেছে নদিয়াবাসীর। এ মাসেই শিয়ালদহ রানাঘাট রুটে চাকা গড়াবে এসি লোকাল ট্রেনের। বুধবার এ বিষয়ে সমস্ত তথ্য জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর তারপরেই আনন্দে আত্মহারা আপামর জেলাবাসী। রেলের তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, সম্পূর্ণ ট্রেনটিতেই অর্থাৎ ১২ কোচই বাতানুকূল।
advertisement
*ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ট্রেন। এছাড়াও মেট্রোরেলের মতোই একটি কোচ থেকে অন্য কোচে যাওয়ার সুবিধা থাকবে, ট্রেনটি ১১২৬ সিটের। প্রত্যেক সিটে বসতে পারবেন তিনজন প্যাসেঞ্জার। এছাড়াও অন্যান্য লোকাল ট্রেন কিংবা মেট্রো রেলের মতোই যাত্রীদের দাঁড়ানোর জন্য বিস্তৃত জায়গা রয়েছে। রয়েছে লাগেজ অর্থাৎ ব্যাগপত্র রাখার আলাদা জায়গা।
advertisement
advertisement
*তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ট্রেনে চড়তে গেলে ভাড়া কত টাকা দিতে হতে পারে যাত্রীদের? এই নিয়েই রয়েছে একাধিক প্রশ্ন যাত্রীদের মনে। রেল সূত্রে খবর, রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভাড়া ১২০ টাকা। এরপর দূরত্ব অনুযায়ী ভাড়া কমতে থাকবে। তবে মাসিক পাক্ষিক এবং সাপ্তাহিক টিকিট ও কাটতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৪৩০ টাকা।
advertisement