Rare Snake in Howrah: ও বাবা গো! এ কী দেখছি! নিজের চোখকে বিশ্বাস হয় না, ফোঁসফোঁসানিতে খুঁজতে গিয়ে দেখা গেল ৭ টি ফনিমনসা সাপ

Last Updated:
Rare Snake in Howrah: হাওড়ায় উদ্ধার ক্যাট স্নেক বা ফনিমনসা সাপ উদ্ধার! লম্বা সরু দেহের সৌখিন গঠন, ক্যাট স্নেক মূলত এদের অন্যান্য সাপের থেকে আলাদা, চোখ অতিরিক্ত উজ্জ্বল
1/5
হাওড়ায় উদ্ধার ক্যাট স্নেক বা ফনিমনসা সাপ উদ্ধার! লম্বা সরু দেহের সৌখিন গঠন। ক্যাট স্নেক মূলত এদের অন্যান্য সাপের থেকে আলাদা, চোখ অতিরিক্ত উজ্জ্বল। উজ্জ্বল চোখের কারণে রাতে শিকার ধরতে এদের সুবিধা হয়।
হাওড়ায় উদ্ধার ক্যাট স্নেক বা ফনিমনসা সাপ উদ্ধার! লম্বা সরু দেহের সৌখিন গঠন। ক্যাট স্নেক মূলত এদের অন্যান্য সাপের থেকে আলাদা, চোখ অতিরিক্ত উজ্জ্বল। উজ্জ্বল চোখের কারণে রাতে শিকার ধরতে এদের সুবিধা হয়।
advertisement
2/5
ফনিমনসা সাপ সাধারণত নিশাচর। এরা ছোট পোকামাকড় টিকটিকি এবং অন্যান্য ছোট প্রাণীদের স্বীকার করে। গাছের ডাল পাতায় এদের দেখা যায়।
ফনিমনসা সাপ সাধারণত নিশাচর। এরা ছোট পোকামাকড় টিকটিকি এবং অন্যান্য ছোট প্রাণীদের স্বীকার করে। গাছের ডাল পাতায় এদের দেখা যায়।
advertisement
3/5
এদিন হাওড়ার বাগনান গোপালপুরে দামোদর নদীতীরবর্তী এলাকা থেকে সাতটি উদ্ধার হয়। রাজু সামন্ত ও শুভঙ্কর পাখিরা একটি সাপ বাড়ির সামনে দেখতে পেয়ে পরিবেশকর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না'কে খবর দেন।পরবর্তীতে সাপটিকে সুমন্ত দাস ও রঘুনাথ মান্না পুনরায় গভীর জঙ্গলে মুক্ত করে দেয়।
এদিন হাওড়ার বাগনান গোপালপুরে দামোদর নদীতীরবর্তী এলাকা থেকে সাতটি উদ্ধার হয়। রাজু সামন্ত ও শুভঙ্কর পাখিরা একটি সাপ বাড়ির সামনে দেখতে পেয়ে পরিবেশকর্মী সুমন্ত দাস ও রঘুনাথ মান্না'কে খবর দেন।পরবর্তীতে সাপটিকে সুমন্ত দাস ও রঘুনাথ মান্না পুনরায় গভীর জঙ্গলে মুক্ত করে দেয়।
advertisement
4/5
এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, ফনিমনসা সাপ হাওড়া জেলায় তুলনামূলক কম দেখতে পাওয়া যায়। এই সাপের চোখ বিড়ালের মত। কমন্ ক্যাট স্নেক মৃদু বিষধর সাপ, এর বিষে মানুষের কোনও ক্ষতি হয় না।
এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, ফনিমনসা সাপ হাওড়া জেলায় তুলনামূলক কম দেখতে পাওয়া যায়। এই সাপের চোখ বিড়ালের মত। কমন্ ক্যাট স্নেক মৃদু বিষধর সাপ, এর বিষে মানুষের কোনও ক্ষতি হয় না।
advertisement
5/5
ফনিমনসা বা ক্যাট স্নেক ভারতবর্ষ ছাড়াও থাইল্যান্ড মালয়েশিয়া ও মায়ানমারে দেখা যায়। এই সাপ 'টয় ক্যাট স্নেক' নামেও পরিচিত।
ফনিমনসা বা ক্যাট স্নেক ভারতবর্ষ ছাড়াও থাইল্যান্ড মালয়েশিয়া ও মায়ানমারে দেখা যায়। এই সাপ 'টয় ক্যাট স্নেক' নামেও পরিচিত।
advertisement
advertisement
advertisement