তীব্র বেগে দৌড়ে আসা টোটোর ধাক্কায় চুরমার রেলগেট!

Last Updated:
শিয়ালদহ থেকে হাসনাবাদগামী একটি ট্রেন ঢোকার মুখে নিয়মমাফিক নামছিল রেলগেট। ঠিক সেই সময় এক টোটো দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গেটে। প্রবল ধাক্কায় মুহূর্তেই ভেঙে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে রেলগেট
1/6
বেপরোয়া টোটোর দৌরাত্বে ভেঙে গেল রেলের লেভেল ক্রসিং। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার হাসনাবাদ স্টেশন সংলগ্ন রেলগেটে। আচমকা এই ঘটনায় দীর্ঘক্ষণ যানজট ও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
বেপরোয়া টোটোর দৌরাত্বে ভেঙে গেল রেলের লেভেল ক্রসিং। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার হাসনাবাদ স্টেশন সংলগ্ন রেলগেটে। আচমকা এই ঘটনায় দীর্ঘক্ষণ যানজট ও ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
advertisement
2/6
শুক্রবার বিকেলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী একটি ট্রেন ঢোকার মুখে নিয়মমাফিক নামছিল রেলগেট। ঠিক সেই সময় এক টোটো দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গেটে। প্রবল ধাক্কায় মুহূর্তেই ভেঙে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে রেলগেট।
শুক্রবার বিকেলে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী একটি ট্রেন ঢোকার মুখে নিয়মমাফিক নামছিল রেলগেট। ঠিক সেই সময় এক টোটো দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গেটে। প্রবল ধাক্কায় মুহূর্তেই ভেঙে রাস্তার মাঝখানে গিয়ে পড়ে রেলগেট।
advertisement
3/6
হঠাৎ ভাঙা গেটের জেরে একদিকে থমকে যায় বাস, বাইক, সাইকেল। আটকে পড়েন দিনের শেষে বহু ঘরমুখো মানুষ। তৈরি হয় অস্বাভাবিক যানজট। পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়।
হঠাৎ ভাঙা গেটের জেরে একদিকে থমকে যায় বাস, বাইক, সাইকেল। আটকে পড়েন দিনের শেষে বহু ঘরমুখো মানুষ। তৈরি হয় অস্বাভাবিক যানজট। পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়।
advertisement
4/6
ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও আরপিএফ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়। সঙ্গে সঙ্গেই ‘নো এন্ট্রি’ ঘোষণা করা হয় এবং ম্যানুয়ালি গেট তুলে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।
ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও আরপিএফ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়। সঙ্গে সঙ্গেই ‘নো এন্ট্রি’ ঘোষণা করা হয় এবং ম্যানুয়ালি গেট তুলে সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়।
advertisement
5/6
তবুও বেশ কিছুক্ষণ দুর্ভোগ সহ্য করতে হয় সাধারণ মানুষকে। বিলম্ব ও যানজটে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অনেকের মতে, রেলগেটে নিয়ম ভাঙার প্রবণতাই এই দুর্ঘটনার মূল কারণ।
তবুও বেশ কিছুক্ষণ দুর্ভোগ সহ্য করতে হয় সাধারণ মানুষকে। বিলম্ব ও যানজটে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অনেকের মতে, রেলগেটে নিয়ম ভাঙার প্রবণতাই এই দুর্ঘটনার মূল কারণ।
advertisement
6/6
পরে রেলের কর্মীরা ভাঙা অংশ সরিয়ে গেট মেরামতির কাজ শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে টোটোর এই বেপরোয়া দৌরাত্বে যে প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটতে পারত বলে মনে করছেন সকলে।
পরে রেলের কর্মীরা ভাঙা অংশ সরিয়ে গেট মেরামতির কাজ শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে টোটোর এই বেপরোয়া দৌরাত্বে যে প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটতে পারত বলে মনে করছেন সকলে।
advertisement
advertisement
advertisement