Rabindranath Tagore Car: রবীন্দ্রনাথ ঠাকুর কোন গাড়ি ব্যবহার করতেন? দাম কত ছিল?

Last Updated:
তবে এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোথায় গেলে দেখতে পাবেন এই গাড়িটি?
1/9
 বর্তমানে আর পাঁচটা সাধারণ মানুষের মতো বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল গাড়ির প্রতি এক বিশেষ আকর্ষণ। তবে আপনি কী জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন গাড়ি কিনেছিলেন বা উপহার পেয়েছিলেন পরিবারের কাছ থেকে? (সৌভিক রায়)
বর্তমানে আর পাঁচটা সাধারণ মানুষের মতো বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল গাড়ির প্রতি এক বিশেষ আকর্ষণ। তবে আপনি কী জানেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন গাড়ি কিনেছিলেন বা উপহার পেয়েছিলেন পরিবারের কাছ থেকে? (সৌভিক রায়)
advertisement
2/9
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গাড়ি ছিল হাম্বার গাড়ি।মনে করা হয় সময়টা তখন ১৯৩৩ সাল সেই সালে হাম্বার গাড়িটি সম্ভবত সব থেকে পছন্দের গাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।বিশ্বকবি খুব ভালবাসতেন এই গাড়িতে চড়তে। জীবনের শেষদিনগুলিতেও তিনি এই গাড়ি ব্যবহার করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গাড়ি ছিল হাম্বার গাড়ি।মনে করা হয় সময়টা তখন ১৯৩৩ সাল সেই সালে হাম্বার গাড়িটি সম্ভবত সব থেকে পছন্দের গাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।বিশ্বকবি খুব ভালবাসতেন এই গাড়িতে চড়তে। জীবনের শেষদিনগুলিতেও তিনি এই গাড়ি ব্যবহার করেছেন।
advertisement
3/9
আনুমানিক প্রায় ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র এবং বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর আমেরিকা থেকে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে ফিরেছেন।সেই বছরেরই রথীন্দ্রনাথ ১৯৩৩ সালের মডেলের একজোড়া হাম্বার গাড়ি কিনে নেন ‘এইচএইচ লিলি’ নামক হাম্বার গাড়ির ডিলারের থেকে।এরাই গোটা ভারতের একমাত্র ডিলার ছিল।
আনুমানিক প্রায় ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র এবং বিশ্বভারতীর প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর আমেরিকা থেকে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা শেষ করে ফিরেছেন।সেই বছরেরই রথীন্দ্রনাথ ১৯৩৩ সালের মডেলের একজোড়া হাম্বার গাড়ি কিনে নেন ‘এইচএইচ লিলি’ নামক হাম্বার গাড়ির ডিলারের থেকে।এরাই গোটা ভারতের একমাত্র ডিলার ছিল।
advertisement
4/9
পার্ক স্ট্রিটের শোরুম থেকে কেনা দু’টি গাড়ির প্রত্যেকটি ৪০০ পাউন্ড (তখনকার মূল্যে ৫৩০০ ভারতীয় মুদ্রা) দিয়ে কিনেছিলেন। দু’টি গাড়ির মধ্যে একটি জোড়াসাঁকোতে ছিল,আর একটি নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বভারতীতে।
পার্ক স্ট্রিটের শোরুম থেকে কেনা দু’টি গাড়ির প্রত্যেকটি ৪০০ পাউন্ড (তখনকার মূল্যে ৫৩০০ ভারতীয় মুদ্রা) দিয়ে কিনেছিলেন। দু’টি গাড়ির মধ্যে একটি জোড়াসাঁকোতে ছিল,আর একটি নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বভারতীতে।রবীন্দ্রনাথের শরীর সেই সময় খুব একটা ভাল না থাকলেও রোজ বেশ কিছুটা হেঁটে চলে বেড়াতেন। ঘুরে বেড়াতেন ক্যাম্পাসের ভিতর।এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের কথা চিন্তা করে এই গাড়ির ব্যবস্থা করেন রথীন্দ্রনাথ। গাড়িটি পেয়ে বড় অনেক খুশি হন তিনি, রোজ একাধিক বার গাড়ি চড়তেন, ঘুরে বেড়াতেন নিজের পছন্দ মত।
advertisement
5/9
রবীন্দ্রনাথের শরীর সেই সময় খুব একটা ভাল না থাকলেও রোজ বেশ কিছুটা হেঁটে চলে বেড়াতেন। ঘুরে বেড়াতেন ক্যাম্পাসের ভিতর।এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের কথা চিন্তা করে এই গাড়ির ব্যবস্থা করেন রথীন্দ্রনাথ। গাড়িটি পেয়ে বড় অনেক খুশি হন তিনি, রোজ একাধিক বার গাড়ি চড়তেন, ঘুরে বেড়াতেন নিজের পছন্দ মত।
রবীন্দ্রনাথের শরীর সেই সময় খুব একটা ভাল না থাকলেও রোজ বেশ কিছুটা হেঁটে চলে বেড়াতেন। ঘুরে বেড়াতেন ক্যাম্পাসের ভিতর।এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরীরের কথা চিন্তা করে এই গাড়ির ব্যবস্থা করেন রথীন্দ্রনাথ। গাড়িটি পেয়ে বড় অনেক খুশি হন তিনি, রোজ একাধিক বার গাড়ি চড়তেন, ঘুরে বেড়াতেন নিজের পছন্দ মত।
advertisement
6/9
সেই সময় এই গাড়ি শান্তিনিকেতনের পথে দেখলেই লোকে বুঝতেন ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, ঘুরতে বেরিয়েছেন।তিনি এই গাড়ির রূপ পাল্টেছেন নিজের প্রয়োজন মত, শীতলপাটি লাগিয়েছিলেন গাড়ির চারপাশে, যাতে ভিতরে ঠান্ডা থাকে।
সেই সময় এই গাড়ি শান্তিনিকেতনের পথে দেখলেই লোকে বুঝতেন ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, ঘুরতে বেরিয়েছেন।তিনি এই গাড়ির রূপ পাল্টেছেন নিজের প্রয়োজন মত, শীতলপাটি লাগিয়েছিলেন গাড়ির চারপাশে, যাতে ভিতরে ঠান্ডা থাকে।
advertisement
7/9
তবে এই গাড়ির এক বৈশিষ্ট্য রয়েছে।১৯৩১ সালে রুটস্ ব্রাদার্স এই সংস্থার বেশির ভাগ শেয়ার কিনে নেয়।হাম্বার তার নিজস্বতা হারিয়ে ফেলে।বেশির ভাগ ডিজাইনার, ওয়ার্কার সংস্থা ছাড়েন। কারণ তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা কমে যাচ্ছিল।
তবে এই গাড়ির এক বৈশিষ্ট্য রয়েছে।১৯৩১ সালে রুটস্ ব্রাদার্স এই সংস্থার বেশির ভাগ শেয়ার কিনে নেয়।হাম্বার তার নিজস্বতা হারিয়ে ফেলে।বেশির ভাগ ডিজাইনার, ওয়ার্কার সংস্থা ছাড়েন। কারণ তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা কমে যাচ্ছিল।
advertisement
8/9
কিন্তু সেই কোম্পানি ১৯৩৩ সালে নিয়ে আসে এই হাম্বার, যা শুধু মার্কেটে তাদের ফিরিয়ে আনে তাই-ই নয়, ব্রিটিশ গাড়ির নামকেও পুরো পৃথিবীর কাছে তুলে ধরে।
কিন্তু সেই কোম্পানি ১৯৩৩ সালে নিয়ে আসে এই হাম্বার, যা শুধু মার্কেটে তাদের ফিরিয়ে আনে তাই-ই নয়, ব্রিটিশ গাড়ির নামকেও পুরো পৃথিবীর কাছে তুলে ধরে।
advertisement
9/9
তবে এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোথায় গেলে দেখতে পাবেন এই গাড়িটি!রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় এই হাম্বার গাড়িটি এখনও সযত্নে রাখা রয়েছে বিশ্বভারতীর মধ্যে। যেখানে পর্যটকেরা গিয়ে এই গাড়ি দর্শন করতে পারেন।
তবে এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোথায় গেলে দেখতে পাবেন এই গাড়িটি!রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় এই হাম্বার গাড়িটি এখনও সযত্নে রাখা রয়েছে বিশ্বভারতীর মধ্যে। যেখানে পর্যটকেরা গিয়ে এই গাড়ি দর্শন করতে পারেন।
advertisement
advertisement
advertisement