Liquor Sale : ১০ দিনে ৫৬ কোটি টাকার মদ বিক্রি! বাংলার কোন জেলায় জানেন? সব রেকর্ড ভেঙে ছারখার এবার পুজোয়
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Liquor Sale : পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো, ১০ দিনে পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি হল প্রায় ৫৬ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিক্রি হওয়া এই মদের বেশীরভাগটাই কিন্তু দেশী মদ।
পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো, ১০ দিনে পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি হল প্রায় ৫৬ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিক্রি হওয়া এই মদের বেশীরভাগটাই কিন্তু দেশী মদ। জেলায় পুজোর এই কয়েকদিনে দেশী মদ বিক্রি হয়েছে ৪ লক্ষ ৮০ হাজার লিটার। বিলিতি মদ বিক্রি হয়েছে ৩ লক্ষ ৩০ হাজার লিটার। বিয়ার বিক্রি হয়েছে ৪ লক্ষ ১০ হাজার লিটার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement
advertisement








