Liquor Sale : ১০ দিনে ৫৬ কোটি টাকার মদ বিক্রি! বাংলার কোন জেলায় জানেন? সব রেকর্ড ভেঙে ছারখার এবার পুজোয়

Last Updated:
Liquor Sale : পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো, ১০ দিনে পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি হল প্রায় ৫৬ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিক্রি হওয়া এই মদের বেশীরভাগটাই কিন্তু দেশী মদ।
1/5
পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো ১০ দিনে পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি হল প্রায় ৫৬ কোটি টাকার যা গতবছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশী আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল বিক্রিত এই মদের বেশীরভাগটাই কিন্তু দেশী মদ।জেলায় পুজোর এই কয়েকদিনে দেশী মদ বিক্রি হয়েছে ৪ লক্ষ ৮০ হাজার লিটার।বিলেতি মদ বিক্রি হয়েছে ৩ লক্ষ ৩০ হাজার লিটার।বিয়ার বিক্রি হয়েছে ৪ লক্ষ ১০ হাজার লিটার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো, ১০ দিনে পূর্ব বর্ধমান জেলায় মদ বিক্রি হল প্রায় ৫৬ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিক্রি হওয়া এই মদের বেশীরভাগটাই কিন্তু দেশী মদ। জেলায় পুজোর এই কয়েকদিনে দেশী মদ বিক্রি হয়েছে ৪ লক্ষ ৮০ হাজার লিটার। বিলিতি মদ বিক্রি হয়েছে ৩ লক্ষ ৩০ হাজার লিটার। বিয়ার বিক্রি হয়েছে ৪ লক্ষ ১০ হাজার লিটার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
পুজো মানেই আনন্দ,আড্ডা এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে হৈ-হুল্লোড়।বাঙালি হোক বা অবাঙালি যেকোনো আনন্দ-অনুষ্ঠানে মদ্যপান কমন ব্যাপার!অনেকেই মনে করেন মদ্যপান ছাড়া আনন্দ অনুষ্ঠান ও রাতের আড্ডা বড়ই বেমানান।তারই প্রভাব দেখা গেল এ বছর জেলার মদ ব্যবসায়।
পুজো মানেই আনন্দ, আড্ডা এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে হৈ-হুল্লোড়। বাঙালি হোক বা অবাঙালি, যে কোনও আনন্দ-অনুষ্ঠানে মদ্যপান কমন ব্যাপার! অনেকেই মনে করেন, মদ্যপান ছাড়া আনন্দ অনুষ্ঠান ও রাতের আড্ডা বড়ই বেমানান। তারই প্রভাব দেখা গেল এ বছর জেলার মদ ব্যবসায়।
advertisement
3/5
আবগারি দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এবার দুর্গোৎসব উপলক্ষ্যে পঞ্চমী থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত সব মিলিয়ে জেলায় মদ বিক্রি হয়েছে প্রায় ৫৬ কোটি টাকার।যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশী।
আবগারি দফতর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এবার দুর্গোৎসব উপলক্ষ্যে পঞ্চমী থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত সব মিলিয়ে জেলায় মদ বিক্রি হয়েছে প্রায় ৫৬ কোটি টাকার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
advertisement
4/5
উৎসবের মাঝে জেলাজুড়ে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে আবগারী দফতর ও পুলিশের ধারাবাহিক অভিযান চলে।চলতি সময়ে এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৭ হাজার লিটার চোলাই এবং ৮৮ হাজার লিটার চোলাই তৈরীর উপকরন। সেই সঙ্গে চোলাই পাচারে ব্যবহৃত ১৭ টি বাইক ও ৬ টি টোটো বাজেয়াপ্ত করেছে আবগারী দফতর ও জেলা পুলিশের তরফে।
উৎসবের মাঝে জেলাজুড়ে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে আবগারী দপ্তর ও পুলিশের ধারাবাহিক অভিযান চলে। চলতি সময়ে এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৭ হাজার লিটার চোলাই এবং ৮৮ হাজার লিটার চোলাই তৈরীর উপকরণ। সেইসঙ্গে চোলাই পাচারে ব্যবহৃত ১৭ টি বাইক ও ৬ টি টোটো বাজেয়াপ্ত করেছে আবগারী দপ্তর ও জেলা পুলিশ।
advertisement
5/5
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে,পুজোর আগে চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হয়েছে বলে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে ভিড় বেড়েছে।বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে,পুজোর আগে চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হয়েছে বলে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে ভিড় বেড়েছে। বিক্রিও বেড়েছে পাল্লা দিয়ে। (ছবি ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement