বিয়ের পরে প্রথম সরস্বতী পুজো বেশ ভালভাবেই কেটেছে প্রিয়া মান্নার ৷
পাড়ার পুজোয় বেশ আনন্দ করেছেন প্রিয়া-অভিজিৎ ৷
জীবনের চাওয়া পাওয়ার ষোলোয়ানা ৷
হাসিকান্না হিরাপান্নায় কাটছে জীবন ৷ এমনই করেই দিন যদি যায় যাক না ৷
জীবনের টুকরো টুকরো হাসিই সন্ধান দেয় বড় বড় আনন্দের ৷ ইসে খোনা নেহি, খোকে রোনা নেহি ৷জীবেনর আনন্দ বিনিময়ে প্রিয়া-অভিজিৎ ৷
মম চিত্তে, নিতে নৃত্য কে যে নাচে তাতা থৈথৈ ৷
আনন্দের দিনরাত্রিতে বেশ ভালই কাটছে প্রিয়া-অভিজিতের সদ্য বিবাহিত জীবন ৷
সরস্বতী পুজোয় নিজেদের মত করে আনন্দ করেছেন প্রিয়া ও অভিজিৎ ৷ জীবনের পরবর্তী দিনগুলিও আনন্দে কাটুক এটাই আমরাও চাই ৷
...