Sankranti 2025 Weather: শীত নেই-নেই বলে আর দুঃখ নয়, ঠান্ডায় জবুথবু পৌষ সংক্রান্তি, এবার শীতের মরণ কামড়, কতদিন কনকনে 'উইন্টার'-এর ব্যটিং?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
South Bengal Weather: টানা উত্তরে হওয়ায় পৌষ সংক্রান্তির আগে শীতের দাপটে ব্যাটিং অব্যাহত। রবিবারও ঠান্ডার কামড় দক্ষিণবঙ্গে।
advertisement
advertisement
রাজ্যে জুড়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বিরাজ করছে। টানা কয়েকদিন কনকনে ঠান্ডায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ কাবু। উত্তরবঙ্গে শীতের পাশাপাশি তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গা গুলিতে রবিবার ও সোমবার তুষারপাত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার প্রাদুর্ভাবও থাকবে। সব থেকে বেশি কুয়াশার প্রাদুর্ভাব থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায়।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি ১১ জানুয়ারি শনিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই কনকনে ঠান্ডায় কাবু সাধারণ মানুষ। জানুয়ারি মাসের শীতলতম দিন। এদিনের আবহাওয়া থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। পৌষ সংক্রান্তির আগে পর্যন্ত দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শীতের আমেজ থাকবে।