Police Officer Donates Blood: পুলিশের মানবিক মুখ, সন্তান প্রসবের সময়ে রক্তের অভাব প্রেগন্যান্ট মহিলার, রক্ত দিলেন থানার আইসি
- Published by:Debalina Datta
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Police Officer Donates Blood: ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট! প্রসূতি রোগীকে রক্ত দিল ডিউটির ফাঁকে থানার আইসি
মুর্শিদাবাদ: ডিউটির ফাঁকে কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিল কান্দি থানার আইসি মৃনাল সিনহা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগরের বাসিন্দা সার্জিনা বেগম। বর্তমানে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান প্রসবের পর রক্তের সংকট হয়ে পড়ে। ফলে দরকার পড়ে O পজেটিভ রক্তের। Photo- Representative (Meta AI)
advertisement
হাসপাতাল থেকে রক্তের জন্য বলা হয় পরিবারকে। সার্জিনা বেগমের হিমোগ্লোবিন নেমে যায় দ্রুত। কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হওয়ার কারণেই মাথায় হাত পড়ে পরিবারের। আর তখনই খবর দেওয়া হয় কান্দি থানার আইসি মৃনাল সিনহাকে। আইসি কর্মরত অবস্থার মধ্যেই ছুটে এসে মধ্যে রাতে রক্ত দিয়ে প্রাণে বাঁচালেন মমুর্ষ রোগীকে। Photo- Representative
advertisement
মূমূর্ষ রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইতি মধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সার্জিনা। আর তার পরেই শারিরীক ভাবে অসুস্থ হতে থাকে। ও পজেটিভ রক্তের দরকার পড়ে। ও পজেটিভ রক্তের সংকট আছে, সেই কারণেই আমরা থানার আইসি মৃনাল সিনহার সঙ্গে যোগাযোগ করি। তিনি ডিউটি শেষ করেই রক্ত দিতে ছুটে আসেন। এতে আমরা খুশি শুধু নয়, আইসির মানবিক ভুমিকা তে আমরা সাধুবাদ জানাই। Photo- Representative
advertisement
advertisement