দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত একটি পার্সেল এক্সপ্রেস। রবিবার বিকেলে সাঁকরাইলের ও আবাদা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। দূর্ঘটনার জেরে আপ, মিডিল ও ডাউন লাইনে বন্ধ ট্রেন চলাচল। (রিপোর্টার- রাকেশ মাইতি)
2/ 6
দূর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই উদ্ধারকারী দল কাজ শুরু করেছে৷ ৪.১৫ নাগাদ ঘটনাটি ঘটে, রেল চলাচল স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ কর হচ্ছে।
3/ 6
মাঝপথই থমকে পড়ে যাত্রী বোঝাই ট্রেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রেল চলাচল স্বাভাবিক না হয় রেল পথ ধরেই হেঁটে প্ল্যাটফর্মে পৌঁছে যাত্রীরা। এদিকে সাঁকরাইল রেল স্টেশনে রেলের অপেক্ষায় বহু যাত্রী রেলের অপেক্ষায়।
4/ 6
প্রায় তিন ঘণ্টা পর আবাদায় আটকে থাকা ডাউন যাত্রী বোঝাই লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ডাউনে রেল চলাচল স্বাভাবিক হলেও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
5/ 6
আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকার ফলে সমস্যায় বহু ব্যবসায়ীরা৷ বিশেষ করে যারা ধূলাগড় পাইকারি সবজি বাজার থেকে প্রতিদিন সবজি নিয়ে উলুবেরিয়া, বাগনান, ফুলেশ্বর সহ সন্ধ্যায় বিভিন্ন বাজারে সবজি বিক্রি করে তারা আটকে পড়েছে সাঁকরাইল রেল স্টেশনে।
6/ 6
রেল সূত্রে জানা গিয়েছে দ্রুত হাওড়া খড়্গপুর শাখায় সমস্ত লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে।