Tarapith: নববর্ষের প্রথম দিন শুরু হল তারা মায়ের দর্শন করে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম তারাপীঠ মন্দিরে
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Birbhum News: আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর, বছরের প্রথম দিন দর্শন করুন মা তারার
advertisement
advertisement
ইংরেজি নববর্ষের প্রথম দিনে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটল তারাপীঠ মন্দির চত্বরে। নববর্ষ উপলক্ষ্যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর। প্রত্যেকদিন এর মতো ভোর বেলায় মা তারাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে হয় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরে শুরু হয় মায়ের পুজো। ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির এর দরজা।
advertisement
advertisement
মন্দিরে আগত এক পুণ্যার্থী জানান প্রত্যেক বছরই তারা বছরের শুরুর দিনটা মায়ের পুজো দিতে আসেন। এবছর এসে ভালই লাগছে,তবে অন্যান্য বছরের তুলনায় ভিড় অনেকটাই বেশি। এ বছর যথেষ্ট ভিড় হয়েছে। তবে মন্দিরের নতুন নিয়ম চালু হওয়ায় অনেকটাই সুবিধা হয়েছে তাঁদের। পুজো দিতে গিয়ে অনেকটা কম সময় লেগেছে৷ আরেক পর্যটক বলেন, "আমরা প্রধানত ঘুরতেই বেরিয়েছিলাম। যাওয়ার পথে মন্দির দর্শন করে ফিরছি। বহু বছর আগে তারাপীঠ মন্দিরে এসেছিলাম। এখন ব্যবস্থাপনা আগের থেকে অনেক ভালো হয়েছে। নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে।"
advertisement
অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ভক্তদের কথা চিন্তা করে মন্দিরের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে মন্দিরের তরফ থেকে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে সমস্ত ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মন্দির কমিটির তরফ থেকে।








