দিওয়ালির মঙ্গলদীপ পরিণত হল চিতার আগুনে

Last Updated:
দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হলে এক বৃদ্ধার৷
1/5
মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল মানুষষ৷ কালী পুজো ও দিওয়ালির আলোর সন্ধ্যায় এলাকায় নেমে এল মৃত্যুর নিকষ কালো অন্ধকার৷ Photo- Representative
মর্মান্তিক ঘটনায় শিউরে উঠল মানুষষ৷ কালী পুজো ও দিওয়ালির আলোর সন্ধ্যায় এলাকায় নেমে এল মৃত্যুর নিকষ কালো অন্ধকার৷ Photo- Representative
advertisement
2/5
স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন।
স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন।
advertisement
3/5
দীপাবলীর সন্ধ্যায় প্রথামতোই প্রদীপ দিয়ে বাড়ি আলোকিত করছিলেন ৭৬ বছরের রেবা চৌধুরী৷ কোনও ভাবে সেই জ্বলন্ত প্রদীপ উল্টে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার।
দীপাবলীর সন্ধ্যায় প্রথামতোই প্রদীপ দিয়ে বাড়ি আলোকিত করছিলেন ৭৬ বছরের রেবা চৌধুরী৷ কোনও ভাবে সেই জ্বলন্ত প্রদীপ উল্টে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার।
advertisement
4/5
শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার ঘটনা। ঘটনার পরেই সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও চলে আসে৷
শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার ঘটনা। ঘটনার পরেই সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বও চলে আসে৷
advertisement
5/5
এদিন রাতে বাড়ি থেকে তাঁর অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। Input- Mritunjoy Das
এদিন রাতে বাড়ি থেকে তাঁর অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। Input- Mritunjoy Das
advertisement
advertisement
advertisement