North 24 Parganas News: দিন হোক বা রাত, সময় পেলেই শুরু করে দেন...! প্রথম ভালবাসাকে আজও ভোলেননি এই ISI, না দেখলে বিশ্বাসই হবে না

Last Updated:
North 24 Parganas News: পুলিশ কমিশনারের কনভয়ের স্টেয়ারিং সামলেও প্রথম ভালবাসাকে ভোলেননি এই এএসআই, দেখলেই হবেন অবাক৷
1/6
দু'হাতে স্টিয়ারিং সামলেও নিজের প্রথম ভালবাসাকে এখনও ভোলেনি রাজ্য পুলিশের এএসআই(ট্রান্সপোর্ট) পদে কর্মরত শ্যামল কুমার রায়। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেই সুযোগ পেলে হাতে তুলে নেন খাতা পেন্সিল।
দু'হাতে স্টিয়ারিং সামলেও নিজের প্রথম ভালবাসাকে এখনও ভোলেনি রাজ্য পুলিশের এএসআই(ট্রান্সপোর্ট) পদে কর্মরত শ্যামল কুমার রায়। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝেই সুযোগ পেলে হাতে তুলে নেন খাতা পেন্সিল।
advertisement
2/6
দিনে হোক বা রাত, নির্দেশ আসলেই পুলিশ কমিশনারের কনভয়ে পাইলট কার নিয়ে ছুটতে হয় তাঁকে। বড় কোনও খুনের ঘটনা হোক বা বড় অশান্তি, অথবা কোনও প্রশাসনিক বৈঠকের খবর এলেই স্টিয়ারিংয়ে হাত রেখে স্পিড তুলতে হয় এই পুলিশ আধিকারিককে।
দিনে হোক বা রাত, নির্দেশ আসলেই পুলিশ কমিশনারের কনভয়ে পাইলট কার নিয়ে ছুটতে হয় তাঁকে। বড় কোনও খুনের ঘটনা হোক বা বড় অশান্তি, অথবা কোনও প্রশাসনিক বৈঠকের খবর এলেই স্টিয়ারিংয়ে হাত রেখে স্পিড তুলতে হয় এই পুলিশ আধিকারিককে।
advertisement
3/6
তারই মাঝে মোবাইল নয়, একটু অবসর পেলেই পাইলট কারের এই চালক ড্রাইভার সিটে বসেই মগ্ন হয়ে পড়েন রং-তুলি-পেন্সিল নিয়ে স্কেচবুকে আকিবুকি কাটতে। তার সেই ছবি দেখলে যদিও চোখ ফেরানো যায় না
তারই মাঝে মোবাইল নয়, একটু অবসর পেলেই পাইলট কারের এই চালক ড্রাইভার সিটে বসেই মগ্ন হয়ে পড়েন রং-তুলি-পেন্সিল নিয়ে স্কেচবুকে আকিবুকি কাটতে। তার সেই ছবি দেখলে যদিও চোখ ফেরানো যায় না।
advertisement
4/6
এর জন্য নির্দিষ্ট কোনও প্রশিক্ষণ নেননি মাঝবয়সি মানুষটি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভাল লাগত শ্যামল বাবুর। তাই ইচ্ছাশক্তির জোরেই ডিউটির ফাঁকে পাইলট কারে বসেও নিমেষেই আঁকতে পারেন নানা রকমের স্কেচ।
এর জন্য নির্দিষ্ট কোনও প্রশিক্ষণ নেননি মাঝবয়সি মানুষটি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভাল লাগত শ্যামল বাবুর। তাই ইচ্ছাশক্তির জোরেই ডিউটির ফাঁকে পাইলট কারে বসেও নিমেষেই আঁকতে পারেন নানা রকমের স্কেচ।
advertisement
5/6
যদি সমস্যায় পড়লে অবশ্য ইউটিউবের দ্বারস্থ হন মাঝেসাজে বলেও জানালেন। কখনও স্টিয়ারিংয়ের উপর, তো কখনওবা হাঁটুর উপর খাতা রেখেই চলে কমিশনারের রথের চালক শ্যামল কুমার রায়ের শিল্পচর্চা। ল্যান্ডস্কেপ থেকে বিভিন্ন পশুপাখি, বাহারি ফুল এমনকী মডেল স্কেচ কিছুই বাদ নেই তাঁর আঁকার খাতা থেকে৷
যদি সমস্যায় পড়লে অবশ্য ইউটিউবের দ্বারস্থ হন মাঝেসাজে বলেও জানালেন। কখনও স্টিয়ারিংয়ের উপর, তো কখনওবা হাঁটুর উপর খাতা রেখেই চলে কমিশনারের রথের চালক শ্যামল কুমার রায়ের শিল্পচর্চা। ল্যান্ডস্কেপ থেকে বিভিন্ন পশুপাখি, বাহারি ফুল এমনকী মডেল স্কেচ কিছুই বাদ নেই তাঁর আঁকার খাতা থেকে৷
advertisement
6/6
বনগাঁর বাসিন্দা শ্যামল কুমার রায় পশ্চিমবঙ্গ পুলিশে ২৫ বছর ধরে কাজ করছেন। কনস্টেবল পদে চাকরি জীবন শুরু হলেও বর্তমানে তিনি এএসআই (ট্রান্সপোর্ট) পদে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটে৷
বনগাঁর বাসিন্দা শ্যামল কুমার রায় পশ্চিমবঙ্গ পুলিশে ২৫ বছর ধরে কাজ করছেন। কনস্টেবল পদে চাকরি জীবন শুরু হলেও বর্তমানে তিনি এএসআই (ট্রান্সপোর্ট) পদে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটে৷
advertisement
advertisement
advertisement