Haunted House: রাতে নামলেই হাড়হিম...কাটা সাহেবের কুঠি ঘিরে শোনা যায় শিউরে ওঠা ভৌতিক গল্প! ঘুরে আসতে চান ভুতুড়ে বাড়িতে? জেনে নিন ঠিকানা

Last Updated:
Haunted house: ডার্ক ট্যুরিজমে আগ্রহ থাকলে ঘুরে আসতে পারেন সীমান্তের এই জায়গায়।
1/5
ডার্ক ট্যুরিজমে আগ্রহ বাড়ছে মানুষের। আর তাই বিভিন্ন ঐতিহাসিক, ভৌতিক স্থানগুলিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা
ডার্ক ট্যুরিজমে আগ্রহ বাড়ছে মানুষের। আর তাই বিভিন্ন ঐতিহাসিক, প্রচলিত ভৌতিক স্থানগুলিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা।
advertisement
2/5
এরকমই ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে বনগাঁর মঙ্গলগঞ্জে ঘুরে আসতে পারেন এক রাত
এরকমই ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে বনগাঁর মঙ্গলগঞ্জে ঘুরে আসতে পারেন এক রাত। 
advertisement
3/5
পাশেই আছে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি। যাকে ঘিরে শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা। এখনও এই জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীর উপস্থিতির বলেন স্থানীয় বাসিন্দারা
পাশেই আছে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি। যাকে ঘিরে শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা। স্থানীয় বাসিন্দাদের কথায়,, এখনও এই জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীর উপস্থিতি।
advertisement
4/5
প্রতি ইটে শ্যাওলা ধরা, ঘরের ভিতরেই চোখের সামনে দিয়ে ভয় ধরিয়ে উড়ে যাবে পায়রা। জোনাকির আনাগোনা তৈরি করবে এক ভৌতিক পরিবেশের
প্রতি ইটে শ্যাওলা ধরা, ঘরের ভিতরেই চোখের সামনে দিয়ে ভয় ধরিয়ে উড়ে যাবে পায়রা। জোনাকির আনাগোনা তৈরি করবে এক ভৌতিক পরিবেশের
advertisement
5/5
নানা ধরনের ভৌতিক আওয়াজ রীতিমতো হাড়-হীম করে দেবে। ইচ্ছে হলে, গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পরবর্তী গন্তব্য হতেই পারে বনগাঁর নীলকুঠি। যদি ভূতে বিশ্বাস নাও করেন, তাহলেও জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার এই পরিবেশ জায়গাটির প্রেমে পরতে বাধ্য করবে
নানা ধরনের আওয়াজও রীতিমতো হাড়-হিম করে দেবে। ইচ্ছে হলে, গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পরবর্তী গন্তব্য হতেই পারে বনগাঁর নীলকুঠি। যদি ভূতে বিশ্বাস নাও করেন, তাহলেও জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার এই পরিবেশ জায়গাটির প্রেমে পরতে বাধ্য করবে। Disclaimer: এই তথ‍্য সম্পূর্ণ ভাবে জনশ্রুতির উপর আধারিত। News 18 Bangla কোনও অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না। পর্যটনের স্বার্থেই লেখা হয়েছে এই প্রতিবেদন।
advertisement
advertisement
advertisement