New Rule For Toto: টোটো চালান না টোটো চাপেন, সব নিয়ম বদলে যাচ্ছে, নতুনভাবে রাস্তায় নামবে টোটো

Last Updated:
New Rule For Toto: টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন আইন মেনে চলতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত ক রা যাবে।
1/6
পশ্চিম মেদিনীপুর: টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন আইন মেনে চলতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় টোটো মালিকদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে। এর ফলে টোটো পরিষেবা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে।এছাড়াও, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া টোটো মালিকদের জন্য কিছু সুবিধাও নিয়ে আসবে, যেমন:আইনি স্বীকৃতি।যাত্রীদের আস্থা বৃদ্ধি।নিরাপত্তা ব্যবস্থার উন্নতি।
পশ্চিম মেদিনীপুর: টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন আইন মেনে চলতে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে টোটোর সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় টোটো মালিকদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলতে হবে। এর ফলে টোটো পরিষেবা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে।এছাড়াও, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া টোটো মালিকদের জন্য কিছু সুবিধাও নিয়ে আসবে, যেমন:আইনি স্বীকৃতি।যাত্রীদের আস্থা বৃদ্ধি।নিরাপত্তা ব্যবস্থার উন্নতি।
advertisement
2/6
রাজ্য সড়কে ও গ্রামীণ সড়কে টোটোর দৌড়াচ্ছে এবার প্রতীক টোটোর করতে হবে রেজিস্ট্রেশন টোটো রেজিস্ট্রেশন না করলে পুলিশ কিংবা আরটিও আইনত ব্যবস্থা নিতে পারে। কোথায় করবেন রেজিস্ট্রেশন জানেন ঘাটাল মহকুমায় বিভিন্ন বি এস কে ও বিভিন্ন বিডিও অফিসে গেলে রেজিস্ট্রেশন এর সুবিধা থাকবে অনলাইনে ও রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে। কোন রোড দিয়ে চলবে টোটো কখন চলবে সবকিছুই প্রশাসন জানিয়ে দিবে। তবে আপাতত রেজিস্ট্রেশন করতেই হবে। তা না করলে  পরেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইনত পদক্ষেপ নেবে এমনই জানালো দাসপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।টোটো রেজিষ্ট্রশন আইন সম্পর্কে বিস্তারিত তথ্য টোটো রেজিষ্ট্রশন বাধ্যতামূলক৷ 
রাজ্য সড়কে ও গ্রামীণ সড়কে টোটোর দৌড়াচ্ছে এবার প্রতীক টোটোর করতে হবে রেজিস্ট্রেশন টোটো রেজিস্ট্রেশন না করলে পুলিশ কিংবা আরটিও আইনত ব্যবস্থা নিতে পারে। কোথায় করবেন রেজিস্ট্রেশন জানেন ঘাটাল মহকুমায় বিভিন্ন বি এস কে ও বিভিন্ন বিডিও অফিসে গেলে রেজিস্ট্রেশন এর সুবিধা থাকবে অনলাইনে ও রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে। কোন রোড দিয়ে চলবে টোটো কখন চলবে সবকিছুই প্রশাসন জানিয়ে দিবে। তবে আপাতত রেজিস্ট্রেশন করতেই হবে। তা না করলে  পরেই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আইনত পদক্ষেপ নেবে এমনই জানালো দাসপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।টোটো রেজিষ্ট্রশন আইন সম্পর্কে বিস্তারিত তথ্য টোটো রেজিষ্ট্রশন বাধ্যতামূলক৷
advertisement
3/6
টোটো রেজিষ্ট্রশন এখন বাধ্যতামূলক করা হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, না হলে টোটো চালানো যাবে না।রেজিষ্ট্রেশন ফি এবং মাসিক ফি - রেজিষ্ট্রেশন ফি: ১০০০ টাকা - মাসিক ফি: ১০০ টাকা
টোটো রেজিষ্ট্রশন এখন বাধ্যতামূলক করা হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, না হলে টোটো চালানো যাবে না।রেজিষ্ট্রেশন ফি এবং মাসিক ফি- রেজিষ্ট্রেশন ফি: ১০০০ টাকা- মাসিক ফি: ১০০ টাকা
advertisement
4/6
রেজিষ্ট্রেশনের সুবিধা- অস্থায়ী নম্বরপ্লেট প্রদান করা হবে - একটি QR কোড থাকবে যা দিয়ে টোটোর তথ্য যাচাই করা যাবে - আইনি জটিলতা এড়ানো যাবে
রেজিষ্ট্রেশনের সুবিধা- অস্থায়ী নম্বরপ্লেট প্রদান করা হবে- একটি QR কোড থাকবে যা দিয়ে টোটোর তথ্য যাচাই করা যাবে- আইনি জটিলতা এড়ানো যাবে
advertisement
5/6
নতুন নিয়মাবলী- ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে - নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালানো যাবে না - অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না - টোটোর সামনের সিটে কোনও ব্যক্তি থাকলে জরিমানা করা হবে
নতুন নিয়মাবলী- ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে- নেশাগ্রস্ত অবস্থায় টোটো চালানো যাবে না- অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না- টোটোর সামনের সিটে কোনও ব্যক্তি থাকলে জরিমানা করা হবে
advertisement
6/6
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া- অনলাইনে আবেদন করতে হবে - প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে - রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে অস্থায়ী নম্বরপ্লেট এবং QR কোড প্রদান করা হবে। সামগ্রিকভাবে, টোটো রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শহরের যানবাহন ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও নিরাপদ করতে সাহায্য করবে। Input- SYED MIJANUR MAHAMAN
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া- অনলাইনে আবেদন করতে হবে- প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে- রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে অস্থায়ী নম্বরপ্লেট এবং QR কোড প্রদান করা হবে।সামগ্রিকভাবে, টোটো রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শহরের যানবাহন ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও নিরাপদ করতে সাহায্য করবে। Input- SYED MIJANUR MAHAMAN
advertisement
advertisement
advertisement