Murshidabad Tourism: ঘরের কাছেই মাত্র ১০ টাকা খরচে ম্যাকাও দেখার সুযোগ! সুযোগ হাত ছাড়া করলে মিস! জানুন কোথায়

Last Updated:
ম্যাকাও পাখি সাধারণ মানুষদের খুব নজর কাড়ে। তবে এর দাম প্রচুর। যে কারণে দেখা যায় না বললেই চলে। তবে এবার এই ম্যাকাও পাখিই দেখা যাবে মাত্র ১০ টাকা খরচে।
1/5
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের কান্দি নারায়ণধার পার্কে এবার গেলেই দেখা মিলবে ম্যাকাও পাখি। যা পর্যটকদের এবার আকর্ষণ করবে। দুর্গাপুজোতে ছুটির সময় পার্কে ঘুরতে গেলেই দেখা মিলবে এই পাখির।
<strong>মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল</strong>: মুর্শিদাবাদের কান্দি নারায়ণধার পার্কে এবার গেলেই দেখা মিলবে ম্যাকাও পাখি। যা পর্যটকদের এবার আকর্ষণ করবে। দুর্গাপুজোতে ছুটির সময় পার্কে ঘুরতে গেলেই দেখা মিলবে এই পাখির।
advertisement
2/5
নীল ও হলুদ ম্যাকাও বা নীল সোনালী পাখি মুলত দেখা যায়। আর সেই জোড়া পাখি নিয়ে আসা হয়েছে সম্প্রতি কান্দিতে।
নীল ও হলুদ ম্যাকাও বা নীল সোনালী পাখি মূলত দেখা যায়। আর সেই জোড়া পাখি নিয়ে আসা হয়েছে সম্প্রতি কান্দিতে।
advertisement
3/5
মুর্শিদাবাদ জেলার কান্দি নারায়ণধার পার্ক।এই পার্ক বিকাল হলেই ভ্রমণ করার জন্য উপস্থিত হন অনেকেই। মাত্র ১০টাকার টিকিট কাটলেই ঘুরে দেখা যায় বিভিন্ন রকমের পাখি। তাই এবার নতুন সংযোজন ম্যাকাও পাখি।
মুর্শিদাবাদ জেলার কান্দি নারায়ণধার পার্ক। এই পার্ক বিকাল হলেই ভ্রমণ করার জন্য উপস্থিত হন অনেকেই। মাত্র ১০ টাকার টিকিট কাটলেই ঘুরে দেখা যায় বিভিন্ন রকমের পাখি। তাই এবার নতুন সংযোজন ম্যাকাও পাখি।
advertisement
4/5
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, এই ম্যাকাও পাখি খুব কম সংখ্যক দেখা যায় ।আমরা কান্দির বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই পাখি নিয়ে এসেছি। আগে কাকাতুয়া ছিল।এবার নতুন করে সংযোজন এই ম্যাকাও পাখি।
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, "এই ম্যাকাও পাখি খুব কম সংখ্যক দেখা যায়। আমরা কান্দির বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই পাখি নিয়ে এসেছি। আগে কাকাতুয়া ছিল। এবার নতুন করে সংযোজন এই ম্যাকাও পাখি।"
advertisement
5/5
দুর্গাপুজো উপলক্ষ্যই পর্যটকদের কথা মাথায় রেখেই এই ম্যাকাও পাখি নিয়ে আসা হয়েছে। ফলে এবার কান্দি নারায়ণধার পার্কে গেলেই দেখা মিলবে হলুদ বর্ণের এই জোড়া পাখিটিকে।
দুর্গাপুজো উপলক্ষ্যই পর্যটকদের কথা মাথায় রেখেই এই ম্যাকাও পাখি নিয়ে আসা হয়েছে। ফলে এবার কান্দি নারায়ণধার পার্কে গেলেই দেখা মিলবে হলুদ বর্ণের এই জোড়া পাখিটিকে।
advertisement
advertisement
advertisement