Money Making Tips: ম্যানগ্রোভের বীজেই আয়ের দিশা! উপার্জনের নয়া পথ খুঁজে পেলেন সুন্দরবনের মহিলারা, প্রকৃতি রক্ষার সঙ্গেই হচ্ছে লক্ষ্মীলাভ
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Money Making Tips: একসময় যারা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে দিন কাটাতেন, তাঁরাই এখন প্রকৃতির সঙ্গী হয়ে নিজেদের জীবনে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছেন। সুন্দরবনের জঙ্গল ও নদীখাঁড়ি থেকে সংগ্রহ করা ম্যানগ্রোভ উদ্ভিদের বীজই এখন তাঁদের জীবিকার অন্যতম ভরসা।
সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মহিলারা আজ স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। একসময় যারা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে দিন কাটাতেন, তাঁরাই এখন প্রকৃতির সঙ্গী হয়ে নিজেদের জীবনে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছেন। সুন্দরবনের জঙ্গল ও নদীখাঁড়ি থেকে সংগ্রহ করা ম্যানগ্রোভ উদ্ভিদের বীজই এখন তাঁদের জীবিকার অন্যতম ভরসা। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
এই নারীরা নিজেরাই সুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও বাদাবন থেকে ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন। এরপর সেগুলি বাড়িতে এনে যত্নসহকারে ম্যানগ্রোভের চারা তৈরি করেন। বাড়ির উঠোনেই গড়ে তোলেন ছোট ছোট নার্সারি, যেখানে ধীরে ধীরে গজিয়ে ওঠে হাজারও চারা গাছ। গরান, কেওড়া, হেতাল, কাকড়া, সুন্দরী- এমন নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ তাঁদের হাতে নতুন জীবন পায়।
advertisement
advertisement
advertisement
advertisement








