Money Making Tips: ম্যানগ্রোভের বীজেই আয়ের দিশা! উপার্জনের নয়া পথ খুঁজে পেলেন সুন্দরবনের মহিলারা, প্রকৃতি রক্ষার সঙ্গেই হচ্ছে লক্ষ্মীলাভ

Last Updated:
Money Making Tips: একসময় যারা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে দিন কাটাতেন, তাঁরাই এখন প্রকৃতির সঙ্গী হয়ে নিজেদের জীবনে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছেন। সুন্দরবনের জঙ্গল ও নদীখাঁড়ি থেকে সংগ্রহ করা ম্যানগ্রোভ উদ্ভিদের বীজই এখন তাঁদের জীবিকার অন্যতম ভরসা।
1/6
সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মহিলারা আজ স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। একসময় যারা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে দিন কাটাতেন, তাঁরাই এখন প্রকৃতির সঙ্গী হয়ে নিজেদের জীবনে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছেন। সুন্দরবনের জঙ্গল ও নদীখাঁড়ি থেকে সংগ্রহ করা ম্যানগ্রোভ উদ্ভিদের বীজই এখন তাঁদের জীবিকার অন্যতম ভরসা। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের মহিলারা আজ স্বনির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। একসময় যারা প্রাকৃতিক দুর্যোগের ভয়ে দিন কাটাতেন, তাঁরাই এখন প্রকৃতির সঙ্গী হয়ে নিজেদের জীবনে নতুন আলোর দিশা খুঁজে পেয়েছেন। সুন্দরবনের জঙ্গল ও নদীখাঁড়ি থেকে সংগ্রহ করা ম্যানগ্রোভ উদ্ভিদের বীজই এখন তাঁদের জীবিকার অন্যতম ভরসা। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
2/6
এই নারীরা নিজেরাই সুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও বাদাবন থেকে ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন। এরপর সেগুলি বাড়িতে এনে যত্নসহকারে ম্যানগ্রোভের চারা তৈরি করেন। বাড়ির উঠোনেই গড়ে তোলেন ছোট ছোট নার্সারি, যেখানে ধীরে ধীরে গজিয়ে ওঠে হাজারও চারা গাছ। গরান, কেওড়া, হেতাল, কাকড়া, সুন্দরী- এমন নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ তাঁদের হাতে নতুন জীবন পায়।
এই নারীরা নিজেরাই সুন্দরবনের বিভিন্ন খাঁড়ি ও বাদাবন থেকে ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন। এরপর সেগুলি বাড়িতে এনে যত্নসহকারে ম্যানগ্রোভের চারা তৈরি করেন। বাড়ির উঠোনেই গড়ে তোলেন ছোট ছোট নার্সারি, যেখানে ধীরে ধীরে গজিয়ে ওঠে হাজারও চারা গাছ। গরান, কেওড়া, হেতাল, কাকড়া, সুন্দরী- এমন নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ তাঁদের হাতে নতুন জীবন পায়।
advertisement
3/6
চারা তৈরি হয়ে গেলে সেগুলি আবার নদীর ধারে, ভাঙনপ্রবণ চরাঞ্চলে বা খাঁড়ির পাড়ে রোপণ করা হয়। এতে যেমন নদীর বাঁধ মজবুত হয়, তেমনই জলোচ্ছ্বাস ও ঝড়ের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমে। নিজেদের হাতের গাছ দিয়ে নিজেদের ঘরবাড়ি ও গ্রাম রক্ষার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
চারা তৈরি হয়ে গেলে সেগুলি আবার নদীর ধারে, ভাঙনপ্রবণ চরাঞ্চলে বা খাঁড়ির পাড়ে রোপণ করা হয়। এতে যেমন নদীর বাঁধ মজবুত হয়, তেমনই জলোচ্ছ্বাস ও ঝড়ের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমে। নিজেদের হাতের গাছ দিয়ে নিজেদের ঘরবাড়ি ও গ্রাম রক্ষার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
advertisement
4/6
এই উদ্যোগের পিছনে রয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা। সংস্থাগুলি মহিলাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় মহিলারা গড়ে তুলেছেন ছোট ছোট ম্যানগ্রোভ নার্সারি, যা তাঁদের আয়ের উৎসও হয়ে উঠেছে।
এই উদ্যোগের পিছনে রয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তা। সংস্থাগুলি মহিলাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে দাঁড়িয়েছে। ফলে স্থানীয় মহিলারা গড়ে তুলেছেন ছোট ছোট ম্যানগ্রোভ নার্সারি, যা তাঁদের আয়ের উৎসও হয়ে উঠেছে।
advertisement
5/6
২০০৯ সালের ‘আয়লা’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘ইয়াস’ বা ‘আমফান’- প্রতিটি ঘূর্ণিঝড় সুন্দরবনের মানুষের জীবনে ক্ষতচিহ্ন রেখেছে। সেই বিপর্যয়ই যেন আবার তাঁদের লড়াইয়ের জেদও বাড়িয়েছে। নদীর বাঁধ রক্ষা করতে, ঘরবাড়ি বাঁচাতে আজ এই মহিলারাই হয়ে উঠেছেন প্রকৃতির প্রকৃত রক্ষক।
২০০৯ সালের ‘আয়লা’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘ইয়াস’ বা ‘আমফান’- প্রতিটি ঘূর্ণিঝড় সুন্দরবনের মানুষের জীবনে ক্ষতচিহ্ন রেখেছে। সেই বিপর্যয়ই যেন আবার তাঁদের লড়াইয়ের জেদও বাড়িয়েছে। নদীর বাঁধ রক্ষা করতে, ঘরবাড়ি বাঁচাতে আজ এই মহিলারাই হয়ে উঠেছেন প্রকৃতির প্রকৃত রক্ষক।
advertisement
6/6
আজ সুন্দরবনের এই সবুজ সৈনিকদের হাত ধরে যেমন ম্যানগ্রোভের অরণ্য ঘন হচ্ছে, তেমনই তাঁদের সংসারও পাচ্ছে নতুন স্থিতি। ম্যানগ্রোভ চারা তৈরি করে তাঁরা কেবল জীবিকা অর্জন করছেন না, বরং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার বীজও বুনছেন, যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থানই মূল শক্তি। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
আজ সুন্দরবনের এই সবুজ সৈনিকদের হাত ধরে যেমন ম্যানগ্রোভের অরণ্য ঘন হচ্ছে, তেমনই তাঁদের সংসারও পাচ্ছে নতুন স্থিতি। ম্যানগ্রোভ চারা তৈরি করে তাঁরা কেবল জীবিকা অর্জন করছেন না, বরং নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার বীজও বুনছেন, যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থানই মূল শক্তি। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement