Missing Girls: সকালে একসঙ্গে বার হল বাড়ির ৪ মেয়ে, ৩ দিন কেটে গেলেও ফিরল না, এর পরের ঘটনায় পরিবারের হাত-পা ঠান্ডা, 'সত্যি'টা বিশ্বাসই হচ্ছিল না...

Last Updated:
সকালে বাড়ি থেকে বার হল চারজন মেয়ে, ৩ দিন বাদেও ফিরল না নাবালিকারা! যখন সত্যিটা সামনে এল, পায়ের তলার মাটি কাঁপল পরিবারের
1/6
সকালে বাড়ি থেকে বার হল চারজন মেয়ে, ৩ দিন বাদেও ফিরল না নাবালিকারা! যখন সত্যিটা সামনে এল, পায়ের তলার মাটি কাঁপল পরিবারের! জানা যায়, চারজন নাবালিকা সকালে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবার। পরিবারের সদস্যরা গোটা গ্রাম ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খোঁজ মেলেনি চারজনের। এরপর সামনে আসে আরও চমকে দেওয়ার মতো খবর।Representative Image Image Generated By AI
সকালে বাড়ি থেকে বার হল চারজন মেয়ে, ৩ দিন বাদেও ফিরল না নাবালিকারা! যখন সত্যিটা সামনে এল, পায়ের তলার মাটি কাঁপল পরিবারের! জানা যায়, চারজন নাবালিকা সকালে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবার। পরিবারের সদস্যরা গোটা গ্রাম ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খোঁজ মেলেনি চারজনের। এরপর সামনে আসে আরও চমকে দেওয়ার মতো খবর। Representative Image Image Generated By AI
advertisement
2/6
জানা যায়, যেদিন চার নাবালিকা বন্ধু বাড়ি ছেড়ে বেরিয়েছিল, সেদিন গ্রামের আরও চারজন যুবক-ও নিখোঁজ হয়েছিল। স্বাভাবিকভাবে গ্রামের সবাই ভাবে নিশ্চয়ই কোনও প্রেমঘটিত সম্পর্কের কিস্যা! নির্ঘাৎ চার যুবক ও চার নাবালিকা একসঙ্গে পালিয়েছে। কিন্তু এ'কথা মানতে চায় না নাবালিকাদের পরিবার। তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। Representative Image Image Generated By AI
জানা যায়, যেদিন চার নাবালিকা বন্ধু বাড়ি ছেড়ে বেরিয়েছিল, সেদিন গ্রামের আরও চারজন যুবক-ও নিখোঁজ হয়েছিল। স্বাভাবিকভাবে গ্রামের সবাই ভাবে নিশ্চয়ই কোনও প্রেমঘটিত সম্পর্কের কিস্যা! নির্ঘাৎ চার যুবক ও চার নাবালিকা একসঙ্গে পালিয়েছে। কিন্তু এ'কথা মানতে চায় না নাবালিকাদের পরিবার। তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। Representative Image Image Generated By AI
advertisement
3/6
জানা যায়, ঘটনাটি বিহারের ববুবাড়ি থানা এলাকার একটি গ্রামের। গ্রাম থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান ৪ বন্ধু। এদের মধ্যে ৩ জন নাবালিকা ও একজন প্রাপ্তবয়স্ক। ঘটনায় গোটা গ্রামে আলোড়ন ছড়ায়, অভিযোগ দায়ের হয় থানায়। পরিবারের দাবি, চারজন মেয়ে এক কিলোমিটার দূরের আরেকটি গ্রামে কাজে গিয়েছিল। খোঁজাখুঁজির সময় জানা যায়, ওই থানার অন্তর্গত নবনগর গ্রামের চারজন যুবক মেয়েদের নিয়ে পালিয়েছে।Representative Image Image Generated By AI
জানা যায়, ঘটনাটি বিহারের ববুবাড়ি থানা এলাকার একটি গ্রামের। গ্রাম থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান ৪ বন্ধু। এদের মধ্যে ৩ জন নাবালিকা ও একজন প্রাপ্তবয়স্ক। ঘটনায় গোটা গ্রামে আলোড়ন ছড়ায়, অভিযোগ দায়ের হয় থানায়। পরিবারের দাবি, চারজন মেয়ে এক কিলোমিটার দূরের আরেকটি গ্রামে কাজে গিয়েছিল। খোঁজাখুঁজির সময় জানা যায়, ওই থানার অন্তর্গত নবনগর গ্রামের চারজন যুবক মেয়েদের নিয়ে পালিয়েছে। Representative Image Image Generated By AI
advertisement
4/6
নিখোঁজ মেয়েদের পরিবারের তরফে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাবের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন – কালের পাশওয়ানের ছেলে আদেশ কুমার, রামাশীষ পাশওয়ানের ছেলে বিক্রম কুমার, সীতারাম পাশওয়ানের ছেলে গোলু কুমার এবং ললিত পাশওয়ানের ছেলে সিদ্ধান্ত কুমার। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা মেয়েদের ভুলিয়ে-ভালিয়ে নিয়ে পালিয়েছে। Representative Image Image Generated By AI
নিখোঁজ মেয়েদের পরিবারের তরফে নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দাবের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন – কালের পাশওয়ানের ছেলে আদেশ কুমার, রামাশীষ পাশওয়ানের ছেলে বিক্রম কুমার, সীতারাম পাশওয়ানের ছেলে গোলু কুমার এবং ললিত পাশওয়ানের ছেলে সিদ্ধান্ত কুমার। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা মেয়েদের ভুলিয়ে-ভালিয়ে নিয়ে পালিয়েছে। Representative Image Image Generated By AI
advertisement
5/6
চারজন মেয়ের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ মহলেও উদ্বেগ ছড়িয়েছে। আশপাশের থানাগুলিকে জানানো হয়েছে। পাশাপাশি, একটি পুলিশ দল তল্লাশিতে নেমেছে।Representative Image Image Generated By AI
চারজন মেয়ের একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ মহলেও উদ্বেগ ছড়িয়েছে। আশপাশের থানাগুলিকে জানানো হয়েছে। পাশাপাশি, একটি পুলিশ দল তল্লাশিতে নেমেছে। Representative Image Image Generated By AI
advertisement
6/6
পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, নিখোঁজ চারজন মেয়ে একই পরিবারের। চারজন মেয়ের আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা পরিবারে চাঞ্চল্য।Representative Image Image Generated By AI
পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, নিখোঁজ চারজন মেয়ে একই পরিবারের। চারজন মেয়ের আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা পরিবারে চাঞ্চল্য। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
advertisement