Yaas Update: প্রায় এক মানুষ সমান উঁচু ঢেউ আছড়ে পড়ছে দিঘায়, দেখুন জলচ্ছ্বাসের সেই ছবি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ইয়াস এর প্রভাবে ইতিমধ্যেই ব্যাপক জলোচ্ছাস শুরু হয়ে গিয়েছে দিঘা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ।
advertisement
advertisement
• গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে । পুরোদমে কাজ করতে শুরু করেছে উপকূল রক্ষা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী, নৌ বাহিনী, আধা সেনা । দিঘা থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে ১ লাখ ১০ হাজার বাসিন্দাকে । বকখালি থেকে ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিযে যাওয়া হযেছে নিরাপদ স্থানে । নিজস্ব চিত্র ।
advertisement
advertisement