Cyclone YAAS: বাংলায় 'ইয়াস'-র দাপট শুরু! দিঘায় জল বেড়ে উত্তাল সমুদ্র! পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি

Last Updated:
দিঘায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কোথাও ভারি, কোথাযও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বইছে ঝড়ো হাওয়া।
1/9
*বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ হয়ে এগোতে শুরু করেছে। সোমবার সকালেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে গিয়েছে। এ দিন রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফাইল ছবি। 
*বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ হয়ে এগোতে শুরু করেছে। সোমবার সকালেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে গিয়েছে। এ দিন রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ফাইল ছবি। 
advertisement
2/9
*বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত। এরপর এ দিন দুপুরের পর থেকেই দিঘা থেকে বালাসোরের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে করার সম্ভাবনা। ফাইল ছবি। 
*বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত। এরপর এ দিন দুপুরের পর থেকেই দিঘা থেকে বালাসোরের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে করার সম্ভাবনা। ফাইল ছবি। 
advertisement
3/9
*ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুরের  সমুদ্র উপকূলে। ফলে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে ইয়াস মোকাবিলায় চলছে জোরদার নজরদারি। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে দীঘা, তাজপুর, মন্দারমনির সমুদ্র। লকডাউন চলায় এমনিতেই জনশূণ্য দিঘা, তারপরে চলছে টানা মাইকিং। ফিরিয়ে আনা হয়েছে মৎসজীবীদের। ফাইল ছবি। 
*ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুরের  সমুদ্র উপকূলে। ফলে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে ইয়াস মোকাবিলায় চলছে জোরদার নজরদারি। ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে দীঘা, তাজপুর, মন্দারমনির সমুদ্র। লকডাউন চলায় এমনিতেই জনশূণ্য দিঘা, তারপরে চলছে টানা মাইকিং। ফিরিয়ে আনা হয়েছে মৎসজীবীদের। ফাইল ছবি। 
advertisement
4/9
*দিঘায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হয়েছে বৃষ্টি! বৃষ্টি শুরু হয়েছে কোলাঘাট ও মেছেদা এলাকাতেও। কোথাও ভারি, কোথাযও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বইছে ঝড়ো হাওয়া।
*দিঘায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল জুড়ে শুরু হয়েছে বৃষ্টি! বৃষ্টি শুরু হয়েছে কোলাঘাট ও মেছেদা এলাকাতেও। কোথাও ভারি, কোথাযও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বইছে ঝড়ো হাওয়া।
advertisement
5/9
*দীঘা থেকে খেজুরি অবধি প্রায় ৭১ কিলোমিটার এলাকা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীর। যার মধ্যে পড়ে উদয়পুর, নিউ দীঘা, ওল্ড দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, বগুরান জলপাই, রামনগর ও কাঁথি। এর পরে রয়েছে জেলিংহ্যাম। এই ৭১ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে একাধিক গ্রাম। ফলে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় এই সব গ্রামের বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হয়েছে। ফাইল ছবি। 
*দীঘা থেকে খেজুরি অবধি প্রায় ৭১ কিলোমিটার এলাকা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীর। যার মধ্যে পড়ে উদয়পুর, নিউ দীঘা, ওল্ড দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, বগুরান জলপাই, রামনগর ও কাঁথি। এর পরে রয়েছে জেলিংহ্যাম। এই ৭১ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে একাধিক গ্রাম। ফলে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় এই সব গ্রামের বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হয়েছে। ফাইল ছবি। 
advertisement
6/9
*ইয়াসের জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে রামনগর, কাঁথি, খেজুরির মোট ৬টি ব্লকের। রামনগর ১ ব্লকের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত জামড়া বাঁধ মেরামতির কাজ চলছে জোর কদমে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাঁধ এলাকায় ব্ল্যাক স্টোন ফেলে চলছে কাজ৷ সেচ দফতরকে বলা হয়েছে ঠিকাদার মারফত আরও কর্মী পাঠাতে। 
*ইয়াসের জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে রামনগর, কাঁথি, খেজুরির মোট ৬টি ব্লকের। রামনগর ১ ব্লকের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত জামড়া বাঁধ মেরামতির কাজ চলছে জোর কদমে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাঁধ এলাকায় ব্ল্যাক স্টোন ফেলে চলছে কাজ৷ সেচ দফতরকে বলা হয়েছে ঠিকাদার মারফত আরও কর্মী পাঠাতে। 
advertisement
7/9
*উপকূলবর্তী সব এলাকার গ্রামবাসীদের দ্রুত সরানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় পৌছে গিয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ টিম। 
*উপকূলবর্তী সব এলাকার গ্রামবাসীদের দ্রুত সরানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় পৌছে গিয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ টিম। 
advertisement
8/9
*আমফানের যত সংখ্যক ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানো হয়েছে। কোভিড বিধি মেনে বাসিন্দাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। যাতে ভিড়ে গাদাগাদি করে না থাকতে হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে।  এছাড়া দীঘা, মন্দারমণি, তাজপুর সমুদ্র তীরে যাতে অযথা ভীড় না জমে তা নিয়ে ক্রমাগত চলছে মাইকিং। ফাইল ছবি। 
*আমফানের যত সংখ্যক ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানো হয়েছে। কোভিড বিধি মেনে বাসিন্দাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। যাতে ভিড়ে গাদাগাদি করে না থাকতে হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে।  এছাড়া দীঘা, মন্দারমণি, তাজপুর সমুদ্র তীরে যাতে অযথা ভীড় না জমে তা নিয়ে ক্রমাগত চলছে মাইকিং। ফাইল ছবি। 
advertisement
9/9
*উল্লেখ্য, বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘ইয়াসা’-র। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি।
*উল্লেখ্য, বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘ইয়াসা’-র। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement