Cyclone YAAS: বাংলায় 'ইয়াস'-র দাপট শুরু! দিঘায় জল বেড়ে উত্তাল সমুদ্র! পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
দিঘায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার কোথাও ভারি, কোথাযও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে কোনও কোনও জায়গায় বইছে ঝড়ো হাওয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
*দীঘা থেকে খেজুরি অবধি প্রায় ৭১ কিলোমিটার এলাকা জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীর। যার মধ্যে পড়ে উদয়পুর, নিউ দীঘা, ওল্ড দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, বগুরান জলপাই, রামনগর ও কাঁথি। এর পরে রয়েছে জেলিংহ্যাম। এই ৭১ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে একাধিক গ্রাম। ফলে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় এই সব গ্রামের বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
*ইয়াসের জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে রামনগর, কাঁথি, খেজুরির মোট ৬টি ব্লকের। রামনগর ১ ব্লকের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত জামড়া বাঁধ মেরামতির কাজ চলছে জোর কদমে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাঁধ এলাকায় ব্ল্যাক স্টোন ফেলে চলছে কাজ৷ সেচ দফতরকে বলা হয়েছে ঠিকাদার মারফত আরও কর্মী পাঠাতে।
advertisement
advertisement
advertisement
*উল্লেখ্য, বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘ইয়াসা’-র। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি।